Champahati: চম্পাহাটিতে ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, বোমা নাকি বাজি মজুত ছিল?

বারুইপুরের চম্পাহাটিতে বাজি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হয়েছেন তিনজন। তাঁদের নাম পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। তাঁদের এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
চম্পাহাটিতে ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, বোমা নাকি বাজি মজুত ছিল? চম্পাহাটিতে ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, বোমা নাকি বাজি মজুত ছিল?
হাইলাইটস
  • বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে
  • পাশাপাশি বাড়ির দেওয়াল ভেঙে পড়ে

বারুইপুরের চম্পাহাটিতে বাজি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হয়েছেন তিনজন। তাঁদের নাম পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার।  তাঁদের এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ২টা নাগাদ চম্পাহাটির হাড়াল গ্রামের সর্দার পাড়ায় পিন্টু মণ্ডল নামে এক বাজি ব্যবসায়ীর বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে মজুত থাকা বাজিতে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। পাশাপাশি বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। এরপর গোটা বাড়িতে আগুনও লেগে যায়। সেই আগুনেই দগ্ধ হন বাড়িতে থাকা এক মহিলা ও দুই ব্যক্তি। তাঁদের দ্রুত কলকাতায় নিয়ে আসা হয়। স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নেভানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রামবাসীদের দাবি, বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগে যায় মজুত থাকা বাজিতে।

গত মাসে হাওড়ার উলুবেড়িয়ায় জনবসতি এলাকায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে একাধিক বাড়ির দরজা, জানলার কাচ ভেঙে যায়, এমনকি ফাটল ধরে বেশ কিছু বাড়ির দেওয়ালে। বাড়িতে বেআইনিভাবে প্রচুর পরিমাণে বাজি এবং মশলা মজুত ছিল, যার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। তার আগে উলুবেড়িয়ার গঙ্গারামপুর এলাকাতেও বাজি ফাটানোর সময় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে। একটি চরকির ফুলকির থেকে আগুন ছড়িয়ে পড়ায় পুরো বাড়িটিই পুড়ে যায় এবং তার পাশের দোকানেও আগুন লেগে যায়। সেই ঘটনার আতঙ্ক না কাটতেই আবারও বাজি বিস্ফোরণে চাঞ্চল্য।

POST A COMMENT
Advertisement