Fake Voter-Adhar Card Racket Bagda: মৃতকে বাবা বানিয়ে ভোটার-আধার কার্ড বানাল বাংলাদেশি যুবক, বাগদায় শোরগোল

Fake Voter-Adhar Card Racket Bagda: সম্প্রতি, উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত বয়রা গ্রাম পঞ্চায়েতের বিজেপির শরণার্থী সেলের সভাপতি সন্তু মিস্ত্রি বাগদা বিডিওর কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।

Advertisement
মৃতকে বাবা বানিয়ে ভোটার-আধার কার্ড বানাল বাংলাদেশি যুবক, বাগদায় শোরগোলমৃতকে বাবা বানিয়ে ভোটার-আধার কার্ড বানাল বাংলাদেশি যুবক, বাগদায় শোরগোল

অবৈধভাবে অনুপ্রবেশ ও ভারতীয় ব্যক্তিকে বাবা বলে পরিচয় দিয়ে ভোটার এবং আধার সহ বিভিন্ন নথি জাল করার অভিযোগ উঠেছে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। এ নিয়ে সংশ্লিষ্ট বিডিও, ডিএম এবং নির্বাচন কমিশনেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্প্রতি, উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত বয়রা গ্রাম পঞ্চায়েতের বিজেপির শরণার্থী সেলের সভাপতি সন্তু মিস্ত্রি বাগদা বিডিওর কাছে একটি অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি অভিযোগ করেছেন যে, বাংলাদেশের বাসিন্দা রকি মণ্ডল নামে এক ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তিনি একই এলাকার অন্তর্গত রামনগরের বাসিন্দা আয়েব মণ্ডল নামে এক ব্যক্তিকে তার বাবা বলে পরিচয় দেন এবং ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করেন। এমনকি তিনি একটি ভারতীয় পাসপোর্টও তৈরি করেন।

আয়েব মণ্ডলের পুত্রবধূ আমিনা মণ্ডল দাবি করেন যে তার শ্বশুর মারা গিয়েছেন। তিনি বেঁচে থাকাকালীন মাঝে মাঝে তার সাথে দেখা করতে যেত রকি। কিন্তু রকি তার শ্বশুরকে বাবা বলে পরিচয় দিয়ে জাল ভোটার কার্ড এবং একটি আধার কার্ড তৈরি করেছে বলে তাদের এমন কোনও খবর জানা নেই। বিজেপির সন্তু সন্তু মিস্ত্রির অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা তাদের ভোট ব্যাংকের জন্য বাংলাদেশিদের জন্য ভারতীয় নথি তৈরির জন্য টাকা নিচ্ছেন।

যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। বলছে যে, কারও বাবা সেজে ভোটার কার্ড তৈরি করা তাদের কাজ নয়। তবে অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

POST A COMMENT
Advertisement