Gangasagar Mela 2025: ২৪ ঘণ্টা সমুদ্র সৈকতে নজরদারি, গঙ্গাসাগর মেলায় নজর কাড়ল বস্কো ও ম্যাক্সি

গঙ্গাসাগরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে এখন যে দু'জনের নাম ঘুরে বেড়াচ্ছে তারা হল বস্কো এবং ম্যাক্সি। প্রসঙ্গত, একদিকে উত্তরপ্রদেশে শুরু হয়েছে মহাকুম্ভ। আর ঠিক অন্যদিকে বাংলায় চলছে গঙ্গাসাগর মেলা। আর এই গঙ্গাসাগর মেলায় যাতে কোথাও কোনরকম নিরাপত্তা বিঘ্নিত না হয় তার জন্য সজাগ রয়েছে পুলিশ প্রশাসন। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই পবিত্র ভূমিকে। এমনিতেই বাংলাদেশে পরিস্থিতি রীতিমত উতপ্ত। সেখানকার মানুষজন বিনা পাসপোর্টে কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসছে। আর এর জেরে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খুঁজে বের করা হচ্ছে। এই অবস্থায় কোথাও কোনও নাশকতার ঘটনা যাতে না ঘটে তার জন্য গঙ্গাসাগর মেলায় টহল দিচ্ছে বস্কো ও ম্যাক্সি। তাঁদের দায়িত্বের কথা জানলে অবাক হবেন আপনিও।

Advertisement
২৪ ঘণ্টা সমুদ্র সৈকতে নজরদারি, গঙ্গাসাগর মেলায় নজর কাড়ল বস্কো ও ম্যাক্সিগঙ্গাসাগর মেলায় নজর কাড়ল বস্কো ও ম্যাক্সি

গঙ্গাসাগরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে এখন যে দু'জনের নাম ঘুরে বেড়াচ্ছে তারা হল বস্কো এবং ম্যাক্সি। প্রসঙ্গত, একদিকে উত্তরপ্রদেশে শুরু হয়েছে মহাকুম্ভ। আর ঠিক অন্যদিকে বাংলায় চলছে গঙ্গাসাগর মেলা। আর এই গঙ্গাসাগর মেলায় যাতে কোথাও কোনরকম নিরাপত্তা বিঘ্নিত না হয় তার জন্য সজাগ  রয়েছে পুলিশ প্রশাসন। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই পবিত্র ভূমিকে। এমনিতেই বাংলাদেশে পরিস্থিতি রীতিমত উতপ্ত। সেখানকার মানুষজন বিনা পাসপোর্টে কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসছে। আর এর জেরে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খুঁজে বের করা হচ্ছে। এই অবস্থায় কোথাও কোনও নাশকতার ঘটনা যাতে না ঘটে তার জন্য গঙ্গাসাগর মেলায় টহল দিচ্ছে বস্কো ও ম্যাক্সি। তাঁদের দায়িত্বের কথা জানলে অবাক হবেন আপনিও।

 

এবার গঙ্গাসাগরে আগত তীর্থ যাত্রীদের নিরাপত্তা দিতে জুটি বেঁধেছে বস্কো ও ম্যাক্সি। মকর সংক্রান্তির পূন্যলগ্নে পুণ্য স্নানের আশায় গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীরা। এলাহাবাদের প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হলেও মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত গঙ্গাসাগর মেলাতেও প্রায় 85 লক্ষ মানুষ এসেছেন দাবি জেলা প্রশাসনের। দেশের দ্বিতীয় বৃহত্তম মেলা এই গঙ্গাসাগর মেলা। প্রতিবছর গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির প্রাঙ্গন এলাকায় মোক্ষ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা গঙ্গাসাগরে ছুটে আসেন। বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গি বা অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা ঘটেছে। গঙ্গাসাগর মেলায় যাতে কোন নাশকতা না হয়, সেই কারণে এবার ২০২৫ সালের গঙ্গাসাগর মেলার নিরাপত্তার অন্যতম দায়িত্ব ছিল বস্কো ও ম্যাক্সির উপর। এরা দুজনেই পুলিশ কুকুর। দু'জনেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুই প্রশিক্ষিত স্নিফার ডগ।

বিপুল পরিমাণ তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করে জেলা প্রশাসন। স্থলভাগে প্রায় ১৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। তেমনি আকাশপথে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। জলপথে ওভারক্যাপ, স্পিডবোট এবং লাইভ বোর্ড এর মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এদিকে এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে গোটা মেলা জুড়ে। জলভাগের নিরাপত্তার দায়িত্বভার নেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় নৌ বাহিনী। এবছর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে দুটি প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়কে নিয়ে আসা হয় মেলায়। ২৪ ঘন্টা গঙ্গাসাগরে সমুদ্র সৈকতে টহল দিয়ে নজরদারি করছে বস্কো ও ম্যাক্সি। জলপথেও তাঁরা নজরদারি চালাচ্ছে। এর পাশাপাশি, এইগঙ্গাসাগর মেলায় দেশ-বিদেশ থেকে আসা পর্যটক ও শ্রদ্ধালুরা যাতে নির্বিঘ্নে গঙ্গাসাগরে স্নান পর্ব সেরে ফিরতে পারেন তার জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা করেছে প্রশাসন।

Advertisement

সংবাদদাতা- প্রসেনজিৎ সাহা

POST A COMMENT
Advertisement