সারা রাত বাড়ির বাইরে পড়ে মৃতদেহপূর্ব বর্ধমানের মেমারিতে চাঞ্চল্যকর ঘটনা। দেবীপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায় এক মহিলার মৃত্যু ও শরীরের সৎকার না হওয়াকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা।
জানা গিয়েছ, মৃতার নাম লিপিকা কর। বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। স্থানীয় সূত্রে খবর, লিপিকা কর পেনশনভোগী এবং প্রচুর সম্পত্তির অধিকারী। অথচ তাঁরই নিথর শরীর সৎকারের জন্য নাকি টাকা নেই! আর তাই শ্মশান থেকে ফিরে এল নিথর শরীর। সারারাত দেহ পড়ে রইল বাড়ির বাইরে আবর্জনায়। ঘটনায় তীব্র জনরোষ তৈরি হয়। পাড়া প্রতিবেশী ও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন লিপিকার দাদা-বৌদি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিথর শরীর উদ্ধার করে নিয়ে যায় মেমারি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, লিপিকা করের প্রচুর সম্পত্তি থাকলেও তাঁর দাদা প্রবীর কুমার কর আর্থিকভাবে দুর্বল। বোনের প্রয়াণের পর অ্যাকাউন্ট থেকে টাকাও তুলতে পারেনি দাদা। অন্যদিকে লিপিকাদেবীর দাদার দাবি, সৎকার সম্পন্ন করতে শ্মশানঘাটে তাঁর কাছ থেকে কুড়ি হাজার টাকা চাওয়া হয়েছিল। যেটা দেওয়ার মতো সামর্থ্য ছিল না তাঁর। তাই তিনি নিথর শরীর নিয়ে ফিরে আসেন। এমনকি কোনও আত্মীয় স্বজনকেও পাশে পাননি বলেই দাবি তাঁর।
পুলিশি নিথর শরীরটি উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যায়। ময়না তদন্তের পর লিপিকাদেবীর নিথর শরীর তুলে দেওয়া হয় তাঁর দাদার হাতে। পুলিশের মধ্যস্থতায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলেই খবর।
-সুজাতা মেহেরা