New Barrackpore Suicide: রাতে মায়ের সঙ্গে ঝগড়া, সকালে ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড নিউ ব্যারাকপুরের নাবালিকার

নিউ ব্যারাকপুরে নবম শ্রেণির ছাত্রীর ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে বছর চোদ্দোর ওই নাবালিকা সকালে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনার আগের রাতে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল নাবালিকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
 রাতে মায়ের সঙ্গে ঝগড়া, সকালে ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড নিউ ব্যারাকপুরের নাবালিকারপ্রতীকি ছবি

নিউ ব্যারাকপুরে  নবম শ্রেণির ছাত্রীর ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।  জানা যাচ্ছে বছর চোদ্দোর ওই  নাবালিকা সকালে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনার আগের রাতে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল নাবালিকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, রবিবার রাতে মায়ের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় নাবালিকার। মায়ের বকা খেয়ে চুপ করে নিজের ঘরে চলে গিয়েছিল বছর চোদ্দর মেয়েটি। সোমবার সকালে বাবা কাজে বেরিয়ে যান। দাদা কলেজে চলে যান। মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায়। তার পর ঝাঁপ দেয়।  হঠাৎ জোরালো শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে উঁকি দিয়েছিলেন প্রতিবেশীরা। কিছু একটা পড়তে দেখে পথচলতি কিছু মানুষ জড়ো হয়ে যান। দেখেন একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। 

মেয়েটিকে ওভাবে ড়ে থাকতে দেখে শুরু হয় চিৎকার-চেঁচামেচি। ঘর থেকে বেরিয়ে আসেন নাবালিকার মাও। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা নবম শ্রেণির ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ ব্যারাকপুর থানার পুলিশ। 
 

POST A COMMENT
Advertisement