৫৭ লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার হল রেল স্টেশন থেকে। ২২ জুলাই মঙ্গলবার নদিয়ার রানাঘাট স্টেশনে গেদে-রানাঘাট লোকাল থেকে পাঁচটি সোনার বিস্কুট-সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির ওজন ৫৮৩ গ্রাম। বাজেয়াপ্ত করা সোনার আনুমানিক বাজার মূল্য ৫৭,৬৮,৭৮৫ টাকা। ধৃত ব্যক্তিকে বাজেয়াপ্ত করা সোনা সহ রানাঘাটে কাস্টমস কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে।
চোরাচালান রুখতে অপারেশন সতর্ক চালাচ্ছে পূর্ব রেল। আরপিএফ কর্মীরা বিভিন্ন স্টেশন ও ট্রেনে চেকিং করছেন। যাতে চোরাচালান রোধ করা যায় এবং কঠোর নজরদারি বজায় রেখে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
চলতি বছরের মার্চ মাসে শিয়ালদা স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক যুবককে পাকড়াও করা হয়। বনগাঁ লোকাল থেকে নামার পরই ওই যুবককে ঘিরে ফেলে আরপিএফ। তাঁর ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে প্রায় ৪০০ গ্রাম সোনা, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লক্ষ টাকা। ধৃত ওই যুবকের নাম রাহুল সাঁতরা। তাঁর বাড়ি পেট্রাপোলের খালিদপুর গ্রামে। বনগাঁ থেকে ট্রেনে করে যুবক শিয়ালদা স্টেশনে নামেন। গোপন সূত্রে আগে থেকেই আরপিএফের কাছে খবর ছিল যে ওই যুবক সোনা পাচার করছেন। সেই তথ্যের ভিত্তিতেই শিয়ালদা স্টেশনে নামতেই যুবককে ধরা হয়।