দুর্গাপুরের নির্যাতিতাকে দেখে রাজ্যকে নিশানা বোসের
দুর্গাপুর ধর্ষণকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহেই এদিন নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুর্গাপুরে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার রাজ্যপাল হাসপাতালে গিয়ে কথা বললেন নির্যাতিতার সঙ্গে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন রাজ্যপাল।
এদিন নির্যাতিতাকে দেখে আসার পর সংবাদ মাধ্যমের সামনে রাজ্যপাল বলেন, 'যা ঘটেছে তা অত্যন্ত জঘন্য। আমাদের সকলের একসঙ্গে দাঁড়িয়ে বলার সময় এসেছে, থামো, নাহলে আমরা এটা বন্ধ করে দেব। পরিবারকে ন্যায়বিচার দেওয়ার জন্য আমরা সবকিছু করব। আমি নির্যাতিতা এবং তাঁর বাবা-মায়ের সাথে কথা বলেছি। আমরা যা আলোচনা করেছি তা গোপন রাখা হবে... নির্যাতিতাকে ন্যায়বিচার দেওয়ার জন্য এবং ভবিষ্যতে বাংলার সমাজে যাতে এই ধরণের ঘটনা পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।'
সিভি আনন্দ বোস আরও বলেন, 'এটা প্রথমবার নয়। সাম্প্রতিক অতীতেও আমাদের একই রকম অভিজ্ঞতা হয়েছে। বাংলার সমাজ এই দেশকে নবজাগরণের দিকে পরিচালিত করেছিল। আমরা এখানে দ্বিতীয়বারের মতো নবজাগরণ চাই... বাংলাকে কন্যাসন্তানদের জন্য নিরাপদ করে তোলা উচিত। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি না যে বাংলা নিরাপদ। আমাদের দায়িত্ব নিতে হবে এবং নির্যাতিতার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমি রিপোর্ট পাব, কিন্তু আমি এই রিপোর্ট অনুসরণ করতে চাইনি। আমি মূল বিষয়টি বুঝতে চেয়েছিলাম এবং নির্যাতিতার অনুভূতি নিজেই বুঝতে চেয়েছিলাম... এখন আমার ধারণা হয়েছে ঠিক কী ঘটেছে এবং কীভাবে এটি মোকাবেলা করা উচিত। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমরা সমস্ত পদক্ষেপ নেব, যাতে ভবিষ্যতে এটির পুনরাবৃত্তি না হয়।'
প্রসঙ্গক, গত শুক্রবার, ১০ অক্টোবর দুর্গাপুরের পরাণগঞ্জে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ৮টা নাগাদ বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী। তখনই তিনি নির্যাতনের শিকার হন বলে জানা যায়। অভিযোগ, পরাণগঞ্জে জঙ্গলের জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ করা হয়। শনিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। বিষয়টা প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, জড়িতরা কড়া শাস্তি পাবেই। ইতিমধ্যেই এই ঘটনায় ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।