scorecardresearch
 

Rachna Banerjee: 'হাসপাতাল রেডি, ডাক্তার নেই,' স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে 'আলটপকা' মন্তব্য করে বসলেন TMC-র রচনা

হুগলির সাংসদ হওয়ার পর ব্যান্ডেল পর্যন্ত মেট্রো চালাতে চান অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে এই নিয়ে চিঠিও দিয়েছেন তৃণমূল সাংসদ। সেইখবর ইতিমধ্যেই সামনে এসেছে। পাশাপাশি, আগামী দিনে আজমের শরিফে যাওয়ার জন্য ব্যান্ডেল থেকে ট্রেনের ব্যবস্থা করতে তিনি রেলমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছেন বলেও জানিয়েছেন হুগলির সাংসদ ৷ সেইকথা নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রচনা। আর এইসব কথা বলতে গিয়েই রাজ্যের জেলাগুলির স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে 'আলটপকা' বলে বসলেন তৃণমূল সাংসদ।

Advertisement
রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়

হুগলির সাংসদ হওয়ার পর ব্যান্ডেল পর্যন্ত মেট্রো চালাতে চান অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে এই নিয়ে চিঠিও দিয়েছেন তৃণমূল সাংসদ। সেইখবর ইতিমধ্যেই সামনে এসেছে। পাশাপাশি, আগামী দিনে আজমের শরিফে যাওয়ার জন্য ব্যান্ডেল থেকে ট্রেনের ব্যবস্থা করতে তিনি রেলমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছেন বলেও জানিয়েছেন হুগলির সাংসদ ৷ সেইকথা নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রচনা। আর এইসব কথা বলতে গিয়েই রাজ্যের জেলাগুলির স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে 'আলটপকা' বলে বসলেন তৃণমূল সাংসদ।

রচনা বন্দ্যোপাধ্যায় বলেন , "গ্রামের হাসপাতালে চিকিৎসকের একটা সমস্যা আছে । আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব । যাতে কিছু ভালো যোগ্য চিকিৎসক যাঁরা আছেন, তাঁরা শুধু শহরকেন্দ্রিক না ভেবে জেলা নিয়ে ভাবেন । গ্রামের অনেক ডাক্তার আছেন যাঁরা খুবই ভালো । তাঁরা যদি গ্রাম ছেড়ে শহরে চলে যান, তাহলে গ্রামের লোকদের কে দেখবেন ? তাই আমি চাই, ভালো ভালো ডাক্তাররা আসুন গ্রামের হাসপাতালে । বড় বড় হাসপাতালগুলো আমরা তৈরি করছি । পরিষেবাই যদি দিতে না পারি, তাহলে কোনও লাভ নেই ৷" 

প্রসঙ্গত, রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিশেষত জেলাগুলিতে হাসপাতাল থাকলেও চিকিৎসকের যে অভাব রয়েছে, সেই অভিযোগ উঠে এসেছে একাধিকবার। অভিযোগ উঠেছে, কীভাবে দিনের পর দিন হাসপাতাল থাকা সত্ত্বেও রোগীদের ফিরে যেতে হচ্ছে, শহরে যাওয়ার পথে মৃত্যু ঘটছে তাদের। আর এবার সেই একই কথা যেন শোনা গেল খোদ তৃণমূল সংসদ রচনার মুখে।

আরও পড়ুন

সাংবাদিকদের সামনে রচনা বলেন “বড় বড় হাসপাতালে রেডি করেছি কিন্তু ডাক্তার নেই।” তাঁর দাবি, চিকিৎসকরা শহরকেন্দ্রিক হয়ে যাচ্ছেন। চিকিৎসকদের উদ্দেশে রচনা বলেন, “আপনাদের বলব জেলার হাসপাতালগুলির দিকে একটু নজর দিন।” রচনা আরও বলেন, “মানুষকে তো সেই কলকাতাতেই ছুটতে হচ্ছে আর যেতে যেতে রাস্তায় মারা যাচ্ছে।”  উল্লেখ্য, লোকসভা  ভোট প্রচারের সময়  রচনার  বিভিন্ন কথা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় ব্যাপক ভাবে চর্চা হয়েছে। এবার যেন হুগলির তৃণমূল সাংসদের মুখেই যেন শোনা গেল বিরোধীদের মনের কথা!
 

Advertisement

Advertisement