Howrah Barddhaman Train Cancelled: ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাতিল কর্ড লাইনের একাধিক ট্রেন, দেখুন তালিকা

মসাগ্রাম-বাঁকুড়া রেললাইন সংযুক্তিকরণের কাজ চলার জন্য ১৪ নভেম্বর থেকে একাধিক ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে ওই লাইনের কাজ।  কী কী ট্রেন বন্ধ রাখা হয়েছে?

Advertisement
১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাতিল কর্ড লাইনের একাধিক ট্রেন, দেখুন তালিকালোকাল ট্রেন
হাইলাইটস
  • ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে ওই লাইনের কাজ।
  • কী কী ট্রেন বন্ধ রাখা হয়েছে?

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বাঁকুড়া থেকে মসাগ্রাম হয়ে এবার ট্রেন সোজা পৌঁছবে হাওড়া স্টেশনে। কোনও ট্রেন পাল্টানোর দরকার পড়বে না যাত্রীদের। মসাগ্রাম স্টেশনেই মেলবন্ধন হতে চলেছে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের। বাঁকুড়া-মসাগ্রাম লাইন আগেই তৈরি হয়েছে। এবার এই লাইনের সঙ্গে জুড়ে যেতে চলেছে হাওড়া-বর্ধমান কর্ড লাইন। এর ফলে ওই লাইনের বাসিন্দাদের পাশাপাশি উপকৃত হতে চলেছেন বাঁকুড়া জেলার মানুষও। এই কাজের জন্য একগুচ্ছ ট্রেন বাতিল করেছে রেল। তা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েও দেওয়া হয়েছে। 

মসাগ্রাম-বাঁকুড়া রেললাইন সংযুক্তিকরণের কাজ চলার জন্য ১৪ নভেম্বর থেকে একাধিক ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে ওই লাইনের কাজ।  কী কী ট্রেন বন্ধ রাখা হয়েছে?

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী,১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে না ১২৩৩৭ আপ হাওড়া-শান্তিনিকেতন এক্সপ্রেস। ১৩ থেকে ১৬ নভেম্বরের মধ্যে বাতিল করা হয়েছে ১৩০২৭ আপ হাওড়া-কবিগুরু এক্সপ্রেস। ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ১২৩৪৭ আপ হাওড়া-রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস। ওই সময়ে চলবে না ১৩১৮৭ আপ শিয়ালদহ রামপুরহাট এক্সপ্রেসও। 

এছাড়া, ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাতিল ২২৩২১ আপ হাওড়া-সিউরি হুল এক্সপ্রেস। ১৪ থেকে ১৬ নভেম্বের পর্যন্ত বাতিল ১২৩৮৩ আপ শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস। ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১৩১৭১ আপ শিয়ালদহ-সিউরি মেমু এক্সপ্রেস চলবে না। ওই সময়ে বাতিল থাকবে ১৩০১৭ আপ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেসও।

POST A COMMENT
Advertisement