বিয়ের রাতেই রহস্যমৃত্যু স্বামীর, পানিহাটিতে রাতভর দেহ আগলে বসে নববধূবিয়ের রাতেই মৃত্যুর হল বরের। আর সারারাত বরের দেহ আগলে বসে রইলেন নববধূ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুররে ঘোলা থানার নবপল্লিতে। সদ্য স্বামী হারানো তরুণীকে আটক করেছে ঘোলা থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য বিএন বসু হাসপাতালে পাঠানো হয়। তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।
জানা গিয়েছে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন অভি দাস ও বিউটি রায়। সোমবার, ২৪ ফেব্রুয়ারি রাতে বিয়ে করে বন্ধুর ভাড়া বাড়িতে ওঠে নব দম্পতি। অভিযোগ, বিউটি রায় রাতেই বাড়ি ফিরে যেতে চাইলে বাধা দেন স্বামী অভি দাস। সেই সময় তাঁদের মধ্যে বিষয়টি নিয়ে গণ্ডগোলও হয়। আর এরপরই নাকি মৃত্যু হয় অভি দাস নামে ওই যুবকের। এরপর সারারাত স্বামীর দেহ আগলে বসে থাকেন স্ত্রী বিউটি রায়। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সকালে বাড়ির মালিক প্রথম দেহটি দেখতে পান। এরপরই ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে বিউটিকে আটক করে নিয়ে যায় পুলিশ। কী ভাবে যুবকের মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলে জানা যাবে। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। নিহত যুবকের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
সংবাদদাতাঃ দীপক দেবনাথ