SIR Panic Death: SIR শুনানির আগেই মৃত বাঁকুড়ার মুসলিম বৃদ্ধা, ২০০২ ভোটার লিস্টে ছিল না নাম

SIR-এর ভয়ে আবারও মৃত্যুর অভিযোগ। SIR শুনানিতে নথি দেখাতে না পারার আতঙ্কে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই বৃদ্ধা হৃদরোগে মারা গিয়েছেন বলেই জানা গিয়েছে। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লেদারঘাট গ্রামে। মৃত বৃদ্ধার নাম রহিমা বিবি।

Advertisement
SIR শুনানির আগেই মৃত বাঁকুড়ার মুসলিম বৃদ্ধা, ২০০২ ভোটার লিস্টে ছিল না নামSIR শুনানির আগেই মৃত বাঁকুড়ার বৃদ্ধা
হাইলাইটস
  • SIR-এর ভয়ে আবারও মৃত্যুর অভিযোগ
  • SIR শুনানিতে নথি দেখাতে না পারার আতঙ্কে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ
  • এই বৃদ্ধা হৃদরোগে মারা গিয়েছেন বলেই জানা গিয়েছে

SIR-এর ভয়ে আবারও মৃত্যুর অভিযোগ। SIR শুনানিতে নথি দেখাতে না পারার আতঙ্কে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই বৃদ্ধা হৃদরোগে মারা গিয়েছেন বলেই জানা গিয়েছে। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লেদারঘাট গ্রামে। মৃত বৃদ্ধার নাম রহিমা বিবি।

কেন মারা গিয়েছেন বলে অভিযোগ?

আসলে এই বৃদ্ধার ভোটার কার্ড এবং আধার কার্ড রয়েছে। কিন্তু ২০০২ ভোটার লিস্টে ছিল না তাঁর নাম। যে কারণে তাঁকে ডাকা হয়েছিল SIR হিয়ারিংয়ে।

আর শুনানিতে ডাক পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন বৃদ্ধা বলে জানা গিয়েছে। এই উদ্বেগেই বৃদ্ধার হৃদরোগ হয়েছে। আর তারপরই মৃত্যু হয় তাঁর। আর এই মৃত্যুর পিছনে SIR উদ্বেগ কাজ করেছে বলে অভিযোগ করছে তাঁর পরিবার।

স্থানীয় সূত্রে কী জানা যাচ্ছে?

এই বৃদ্ধার নাম রবিমা বিবি। তাঁর বয়স ৬৫। তিনি বাঁকুড়ার বিষ্ণপুর ব্লকের ভড়া গ্রাম পঞ্চায়েতের লেদারহাট গ্রামে বাস করতেন।

তিনি বিধবা। তাঁর স্বামী মারা যাওয়ার পর থেকে মেয়ে ও জামাইয়ের কাছেই থাকতেন বলে জানা গিয়েছে।

SIR শুরুতেই এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন রহিমা বিবি। যদিও তাঁর পক্ষে ২০০২ সালের কোনও তথ্য দেওয়া সম্ভব হয়নি। এই কারণেই তাঁকে ডেকেছে নির্বাচন কমিশন। আগামী ২ জানুয়ারি শুনানিতে ডাকা হয় তাঁকে। আর এই শুনানিতে ডাকা নিয়েই উদ্বেগে ছিলেন রহিমা বিবি।

স্থানীয়দের দাবি, SIR-এ নথি দেখাতে না পারলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বলে ভয় পেয়ে যান রহিমা। পাশাপাশি পুশব্যাকের ভয়ও ছিল তাঁর মধ্যে। সেই কারণে তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছেও ছুটে যান। সেই সদস্যও পাশে থাকার দেন পরামর্শ।

যদিও এই আশ্বাস পেয়েও তাঁর উদ্বেগ কাটেনি। বরং ভিতর ভিতর ভয় বাড়তে থাকে বলে মনে করেন। যার ফলে বৃদ্ধির হৃদরোগ হয়। তিনি প্রাণ হারান বলে অভিযোগ করছেন তাঁর পরিবারের লোকজন।

মাথায় রাখতে হবে, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে একাধিক মানুষের SIR-এ মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস। আর এই মৃত্যুর পর যে তাঁদের হাতে আরও একটা অস্ত্র উঠে গেল, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার তৃণমূল এই মৃত্যুর জন্য কী বলে। তাঁদের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না।

Advertisement

POST A COMMENT
Advertisement