Jhargram Elephant Attack: প্রাতঃকৃত্য সারতে বেরিয়েছিলেন, ঝাড়গ্রামে হাতি শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারল বৃদ্ধকে

আবারও হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামের পুকুরিয়ায়। বাড়ির উঠানে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের> মৃত বৃদ্ধের নাম পরিমল মাহাতো (৬১)। পরিবার সূত্রে জানা যায়। প্রাতঃকৃত্য করার জন্য পরিমালবাবু ভোর সাড়ে তিনটে নাগাদ বাড়ির বাইরে বেরোতেই একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে নিয়ে কিছু দূরে আছড়ে মেরে ফেলে।

Advertisement
প্রাতঃকৃত্য সারতে বেরিয়েছিলেন, ঝাড়গ্রামে হাতি শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারল বৃদ্ধকে ঝাড়গ্রামে শুঁড়ে পেঁচিয়ে বৃদ্ধকে মারল হাতি

আবারও হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামের পুকুরিয়ায়।  বাড়ির উঠানে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের> মৃত বৃদ্ধের নাম পরিমল মাহাতো (৬১)। পরিবার সূত্রে জানা যায়। প্রাতঃকৃত্য  করার জন্য পরিমালবাবু ভোর সাড়ে তিনটে নাগাদ বাড়ির বাইরে বেরোতেই একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে নিয়ে কিছু দূরে আছড়ে মেরে ফেলে।

 বনদফতর সূত্রে জানা গেছে চারটি হাতির দল বাঁদর ভুলার দিক থেকে এসে এই ঘটনা ঘটিয়েছে। অপারদিকে এলাকা বাসীর অভিযোগ এলাকায় সারাদিনই হাতি ঘোরা ফেরা করছে।  যার জেরে গ্রামবাসীরা কাজু বাগান থেকে কাজু বা শাল পাতা তুলতে যেতে পারছেন না জঙ্গলে। বনদফতরকে বার বার বলা সত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হাতির হামলায় প্রতিনিয়ত ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রাণহানির ঘটনা হচ্ছে, কিন্তু  হুঁশ নেই বনদফতরের।

বার বার জঙ্গলমহলে হাতির হানায় মানুষের মৃত্যুতে আতঙ্কিত সাধারণ মানুষ। বাড়ছে বন দফতরের প্রতি ক্ষোভ। মানুষের আশঙ্কা, জঙ্গলমহলে হাতি নিয়ে বন দফতর আরও সচেতন না হলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যহত হবে। হাতির তাণ্ডবে অতিষ্ঠ জঙ্গলমহলবাসী। লাগাতার হাতির হানায় মৃত্যু, ফসলের ক্ষতি, ঘর-বাড়ি ভাঙার ঘটনা লেগেই রয়েছে।

প্রসঙ্গত, হাতি বিশেষজ্ঞদের দাবি, ঝাড়গ্রাম হাতি বসবাসের জন্য উপযুক্ত নয়। হাতির বসবাসের জন্য প্রয়োজন বৃহৎ আকৃতির জঙ্গল। ঝাড়গ্রামে বড় ধরনের জঙ্গল না থাকায় হাতি জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসছে। ফলে হাতি ও মানুষ উভয় সঙ্কটে রয়েছে।

POST A COMMENT
Advertisement