scorecardresearch
 

Kali Puja 2024: অভিনব প্রতারণা? কালীপুজোর থিম প্যান্ডেল তৈরির লক্ষাধিক টাকা নিয়ে গায়েব ডেকরেটর্স, মাথায় হাত উদ্যোক্তাদের

Ranaghat: কালীপুজো আর মাত্র দুদিন পর। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুজো মণ্ডপগুলিতে। এহেন সময়ে অভিনব প্রতারণার শিকার রানাঘাটের ১৩ নম্বর ওয়ার্ডের নেতাজি স্পোর্টিং ক্লাব। এ বছর তাদের পুজো ৩৮ বছরে পা দিচ্ছে। প্রচুর খরচ করে থিম পুজো করার ভাবনা ছিল উদ্যোক্তাদের।

Advertisement
প্রতারণার শিকার সেই ক্লাব প্রতারণার শিকার সেই ক্লাব
হাইলাইটস
  • লক্ষাধিক টাকা নিয়ে বেপাত্ত ডেকরেটর্স
  • পুজোর মুখে মাথায় হাত উদ্যোক্তাদের  
  • টাকার অভাবে মেলাও বন্ধ

অভিনব প্রতারণা? কালীপুজোর থিম প্যান্ডেল তৈরির অগ্রিম মোটা টাকা নিয়ে বেপাত্তা ডেকরেটর্স। বিপদে রানাঘাটের একটি কালীপুজো কমিটি। অবস্থা এমনই, এখন কোনও রকমে নম নম করে পুজো সারার ব্যবস্থা করছেন উদ্যোক্তারা। এমনকী কালীপুজো প্রাঙ্গনে দীর্ঘদিনের মেলাও এবার বন্ধ রাখছেন তাঁরা। কারণ, টাকা নেই। ডেকরেটর সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

লক্ষাধিক টাকা নিয়ে বেপাত্ত ডেকরেটর্স

কালীপুজো আর মাত্র দুদিন পর। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুজো মণ্ডপগুলিতে। এহেন সময়ে অভিনব প্রতারণার শিকার রানাঘাটের ১৩ নম্বর ওয়ার্ডের নেতাজি স্পোর্টিং ক্লাব। এ বছর তাদের পুজো ৩৮ বছরে পা দিচ্ছে। প্রচুর খরচ করে থিম পুজো করার ভাবনা ছিল উদ্যোক্তাদের। সেই মতো পূর্ব মেদিনীপুরের কাঁথির পন্ডা ডেকরেটর্স নামে একটি ডেকরেকটর সংস্থার সঙ্গে চুক্তি করে ক্লাব কমিটি। থিমের নাম ছিল 'কৃষকের অবদান'। মণ্ডপ তৈরির জন্য ডেকরেটর্স কোম্পানি সাড়ে ৫ লক্ষ টাকা দাবি করে। সেই টাকাতেই চুক্তি হয়। অগ্রিম হিসেবে ক্লাবের তরফে ২ লক্ষ টাকা দেওয়া হয়। এরপরেই বিপদে পড়েন উদ্যোক্তারা। গত ২২ অক্টোবর থেকে কাঁথির ওই ডেকরেটর্সের আরও কোনও পাত্তা নেই। যোগাযোগই করা যাচ্ছে না। এদিকে একেবারে সামনেই পুজো।

আরও পড়ুন

পুজোর মুখে মাথায় হাত উদ্যোক্তাদের  

অভিযোগ, গত ২২ অক্টোবর থেকে ওই ডেকোরেটার্স-এর মালিকের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে ওই ডেকোরেটার্স-এর বিরুদ্ধে রাণাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উদ্যোক্তারা। পুলিশ অভিযুক্ত প্রতারক ডেকোরেটার্স-এর মালিক রাজ পণ্ডার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

টাকার অভাবে মেলাও বন্ধ

পুজো উদ্যোক্তারা জানান, ডেকোরেটার্স মালিকের প্রতারণার কারণে অনাড়ম্বরের সঙ্গেই এ বছরের ৩৮ তম বর্ষের কালীপুজো করা হলেও, পুজো ঘিরে ৫ দিনের যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, তা বন্ধ রাখা হবে। একইসঙ্গে পুজো মণ্ডপের সামনে বসা মেলার আয়োজনও বন্ধ রাখা হবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানান।

Advertisement

Advertisement