Keshpur Tmc Inner Clash: বিজয়া সম্মিলনীতেও গোষ্ঠী কোন্দল ঢেকে রাখা গেল না। তৃণমূলের ঘরোয়া দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। সম্মেলনের মঞ্চেই বিধায়ক ও ব্লক সভাপতি একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। যা নিয়ে সাধারণ মানুষ তো বটেই দলের অন্দরেই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। শুরু হয়েছে চাপানউতর।
কেশপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রায় সকলেরই জানা। আর সেই গোষ্ঠী কোন্দলকে চাপা দিতে পারা গেল না তৃণমূলের ব্লকের বিজয়া সম্মিলনীতেও। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর বিকেলে কেশপুর অডিটোরিয়ামে তৃণমূলের বিজয়া সম্মেলন ছিল । আর সেই সম্মেলনে হাজির ছিলেন তৃণমূলের কেশপুর ব্লকের সমস্ত অঞ্চলের নেতৃত্ব ও সাধারণ মানুষ। সেখানেই সম্মেলন মঞ্চেই তৃণমূলের এলাকার বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা এবং ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজার মধ্যের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।
প্রকাশ্য মঞ্চেই বিধায়ককে বলতে শোনা গেল যে ব্লক সভাপতি যে চিঠি করেছেন সেখানে যেমন নাম নেই, তেমনই ব্লক সভাপতির যে পেজ থেকে লাইভ দেখানো হচ্ছে সেখানেও শিউলি সাহাকে দেখানো হচ্ছে না। তিনি নিজেকে কেউকেটা মনে করছেন এরকম অভিযোগ মন্ত্রীর।
আর ঠিক মন্ত্রীর পরেই সম্মেলন মঞ্চ বক্তব্য রাখতে উঠেন ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা । তিনিও অভিযোগ করেন বারবার মন্ত্রীকে ব্লকের মিটিংয়ে ডাকার পরেও তিনি অনুপস্থিত ছিলেন, হাজির ছিলেন না।
উল্লেখ্য সম্প্রতি ব্লক সভাপতি নাম ঘোষণার পরেই ব্লকের কমিটি গঠনের জন্য প্রায় তিনবার মিটিং ডাকা হয়েছে । কিন্তু কোনওবারই মিটিং সম্পূর্ণ হয়নি। ব্লকের কোনও নেতা বা বিধায়ক কেউ হাজির হননি বৈঠকে। আর তারপরেই এই সম্মেলন মঞ্চে বিধায়ক ও ব্লক সভাপতি এর মধ্যেকার দ্বন্দ্ব চলে এলো প্রকাশ্যে ।
রিপোর্টারঃ শাহজাহান আলি