Weather Next 7 Days: আগামী ৭ দিন কোন কোন জেলায় বৃষ্টি? পূর্বাভাস জেনে নিন

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement
আগামী ৭ দিন কোন কোন জেলায় বৃষ্টি? পূর্বাভাস জেনে নিনআগামী ৭ দিনের বৃষ্টির পূর্বাভাস জেনে নিন।
হাইলাইটস
  • আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
  • রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
  • তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পাারে। রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত হালকা বৃষ্টিই হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও রাজ্যে বৃষ্টির দাপট বাড়বে বলে মনে করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত তাপমাত্রা বাড়বে। গরম এবং অস্বস্তি বাড়তে চলেছে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধবার থেকে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

মৌসুমী অক্ষরেখা বর্তমানে রয়েছে ওড়িশায়। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের বাংলায় ঢুকতে পারে মৌসুমী অক্ষরেখা। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির মাত্রা বাড়াতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ, রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে, সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আরও বাড়তে পারে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। তবে দু’দিন পর থেকে তাপমাত্রা কিছুটা নামবে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

রবিবার থেকে বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাআছে। জলপাইগুড়িতে টানা শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ারে রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। কালিম্পঙে সোমবার পর্যন্ত, কোচবিহারে মঙ্গলবার এবং দার্জিলিঙে সোমবার ভারী বৃষ্টি হতে পারে। বাকি দিনগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

কলকাতার আবহাওয়া
কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরমের অনুভূতি বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে বৃষ্টি না হলে অস্বস্তি আরও বাড়বে।

Advertisement

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি।

POST A COMMENT
Advertisement