বৃষ্টির কারণে রেল লাইনের পাশে ধস। হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মাঝে রেললাইনের পাশে ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে। যার কারণে ওই লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চালানো হচ্ছে। ধসের জেরে শুক্রবার সকালে আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে ধীরগতিতে নিয়ে যাওয়া হয়।
আসলে ওই রেল লাইনের পাশেই রয়েছে একটি পুকুর। তাই ভারী বৃষ্টি কারণে মাটি আলগা হয়ে ধস নেমেছে। বৃহস্পতিবার রাতেই এই ঘটনা সামনে আসে। যার কারণে রেলযাত্রীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়। আসলে পরপর রেল দুর্ঘটনায় কারণে আগে থেকেই কিছুটা আতঙ্কিত রয়েছেন যাত্রীরা। তাই রেল লাইনের পাশে ধস নামতে দেখেই স্থানীয়রাই খবর দেন রেলকে।
খবর পেয়ে রেলকর্মীরা ঘটনাস্থলে যান। বৃহস্পতিবার রাতে চুঁচুড়া স্টেশনে ঢোকার আগে দুন এক্সপ্রেস দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তার পর কিছুক্ষণ পর ধীরে ধীরে ট্রেন পাস করানো হয়। তারপর থার্ড লাইন দিয়ে কোনও ট্রেনই চলাচল করেনি। রেলকর্মীদের পরিদর্শনের পরে আবার থার্ড লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আপাতত আপ লাইনে ধীর গতিতে চালানো হচ্ছে রেল।