scorecardresearch
 

Suvendu Adhikary Mamta Banerjee: 'সাগরদিঘির হারের পর হিংসা ছড়িয়ে বিভাজন তৈরি করছেন মমতা,' বর্ধমানে অভিযোগ শুভেন্দুর

Suvendu Adhikary Mamta Banerjee: 'সাগরদিঘির হারের পর হিংসা ছড়িয়ে বিভাজন তৈরি করছেন মমতা,' বর্ধমানে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এমনকী তিনি পুলিশ কর্তাদের নাম করে পুলিশকে অ্যাকশন নিতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীকে সরাতে সাধারণ মানুষের সাহায্য প্রার্থনা করেন।

Advertisement
'সাগরদিঘির হারের পর হিংসা ছড়িয়ে বিভাজন তৈরি করছেন মমতা,' বর্ধমানে অভিযোগ শুভেন্দুর 'সাগরদিঘির হারের পর হিংসা ছড়িয়ে বিভাজন তৈরি করছেন মমতা,' বর্ধমানে অভিযোগ শুভেন্দুর
হাইলাইটস
  • 'সাগরদিঘিতে হেরে গিয়ে ক্ষিপ্ত হয়েছেন
  • রামনবমীতে দাঙ্গা লাগিয়েছেন মমতা'
  • বর্ধমানে বিস্ফোরক দাবি শুভেন্দুর

Suvendu Adhikary Mamta Banerjee: সাগরদিঘিতে হারের ফলে ক্ষিপ্ত হয়ে রামনবমীতে দাঙ্গা লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে কৃষকদের বিভিন্ন দাবিদাওয়া ও রাজ্য সরকারের তরফে কৃষকদের বঞ্চনার অভিযোগে শুক্রবার পূর্ব বর্ধমানে কৃষক মিছিলের পরে এমন বিস্ফোরক দাবি করেন। পাশাপাশি পুলিশ কর্তাদের দুজনের নামেও অভিযোগ করেছেন।

কৃষকদের বিভিন্ন দাবিদাওয়া ও রাজ্য সরকারের তরফে কৃষকদের বঞ্চনার অভিযোগে শুক্রবার পূর্ব বর্ধমানে কৃষক মিছিল ও সমাবেশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমানের বড় নীলপুর থেকে প্রথমে কৃষকদের নিয়ে মিছিল এবং তারপর সমাবেশের আয়োজন করেছিল জেলা বিজেপি। যার নেতৃত্ব দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপির রাজ্যের পয়লা নম্বর মুখ শুভেন্দু অধিকারী। এদিনও মিছিলের শেষে তিনি সভা করেন। যথারীতি রাজ্য সরকারকে তুলোধোনা করেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে।

ব্যাপক দুর্নীতি হচ্ছে

শুভেন্দুর অভিযোগ, ‘কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার কৃষক স্বার্থে অর্থ বরাদ্দ করা হলেও সেখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে। ৭৩ লক্ষ নথিভুক্ত কৃষকদের পিএম কিষান মোর্চার আওতায় না এনে ৩১ লক্ষ কৃষককে এর আওতায় এনেছে সরকার।’ যত শীঘ্র সম্ভব প্রধানমন্ত্রী শস্য বিমা যোজনা লাগু করা সহ কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এদিনও আরেকবার সরব হন শুভেন্দু অধিকারী। ফসলের ন্যায্য মূল্য না পাওয়া সহ কৃষক আত্মহত্যা ইস্যুতেও সর হাতিয়ার করে এবার রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। শস্য ভান্ডার জেলা হিসেবে পরিচিত বর্ধমানই শুধু নয়, আগামিদিনে রাজ্যের বিভিন্ন কৃষি প্রধান এলাকাতেও কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে হবে

এদিনও নো ভোট টু মমতা লেখা টি শার্ট পরে হেঁটেছেন শুভেন্দু। পরে রাজ্যের দিকে তোপ দেগে বলেছেন আর ভোট দেবেন না। তিনি বলেন, "বিজেপিতে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে একটা কাজ দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে। আমি পেরেছি কি পারিনি আপনারা বলুন। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে হবে। আপনাদের সাহায্য লাগবে। আমি একা পারব না।" এদিন উপস্থিত পুলিশ অফিসারদেরও কত টাকা করে ডিএ কম পাচ্ছেন তার ফিরিস্তি দেন তিনি।

Advertisement

অভিষেককে আক্রমণ

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আরও একবার একহাত নেন। তিনি পুরনো কথা মনে করিয়ে বলেন, "কদিন আগে সভা হয় ২১ জুলাই। ভাইপো বলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা সড়ক যোজনা লিখব। প্রধানমন্ত্রী সড়ক যোজনাকে বাংলার নাম দেব। কেন্দ্র যদি টাকা না দেয় তাহলে টাকা লাগবে না। অথচ পরশুদিন দিল্লিতে কী দেখলেন? মোদীজির কাছে টাকা ভিক্ষা চাইছেন। এক টাকাও পাবেন না।" " এদিনও অভিষেককে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি সিপিএমকে চোর ও তৃণমূলকে ডাকাত বলেও কটাক্ষ করেন। 

সাগরদিঘিতে হেরেই মমতা দাঙ্গা লাগিয়েছেন

সাগরদিঘিতে তৃণমূলের হার প্রসঙ্গে তিনি বলেন, "কে জিতেছে জানি না, সাগরদিঘিতে তৃণমূল হেরেছে। এই জন্য রামনবমীতে রিষড়ায় দাঙ্গা লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী নাম করে দুই পুলিশ কর্তার নাম করে তিনি অভিযোগ করেন, তাঁরা কোনও অ্যাকশন নিতে দেননি। নীচুতলার পুলিশ কর্মীরা পদক্ষেপ করতে চাইলেও তাঁদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন,  চাকরি চুরি, একশ দিনের কাজ চুরি থেকে বেকারত্ব থেকে পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে এই পন্থা নিয়েছে তৃণমূল।

 

Advertisement