বাংলাদেশে হিন্দুদের উপর প্রতিবাদ, বর্ডারের এপারে গর্জে উঠলেন মতুয়ারা

বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের একের পর এক খবর সামনে আসছে। আর ওপার বাংলায় হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে এবার পশ্চিমবঙ্গেও গর্জে উঠছেন হিন্দুরা।

Advertisement
বাংলাদেশে হিন্দুদের উপর প্রতিবাদ, বর্ডারের এপারে গর্জে উঠলেন মতুয়ারামতুয়া কমিউনিটি
হাইলাইটস
  • ওপার বাংলায় হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে এবার পশ্চিমবঙ্গেও গর্জে উঠছেন হিন্দুরা।
  • ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রতিবাদে শামিল হলেন মতুয়া সম্প্রদায়ের লোকেরা।
  • সমস্ত জায়গায় ইন্টারন্যাশনাল মতুয়া মিশনের উদ্যোগে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের একের পর এক খবর সামনে আসছে। আর ওপার বাংলায় হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে এবার পশ্চিমবঙ্গেও গর্জে উঠছেন হিন্দুরা।  বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রতিবাদে শামিল হলেন মতুয়া সম্প্রদায়ের লোকেরা। মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলে রাঙামাটি এলাকায় কীর্তনের মধ্যে দিয়ে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন মতুয়ারা। ওই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত হন বামনগোলা চাঁদপুর অঞ্চল-সহ বিভিন্ন এলাকার মতুয়া সম্প্রদায়ের মানুষজন।

রিপন বালা নামে এক ব্যক্তি জানান, "কিছুদিন আগে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। এই ঘটনা হিন্দুদের সঙ্গে করা হয়েছে। সমস্ত জায়গায় ইন্টারন্যাশনাল মতুয়া মিশনের উদ্যোগে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। পাশে বাংলাদেশ রয়েছে। সেই দেশের শোষন শাসন যাতে আমাদের উদ্বেগের কারণ না হয়ে দাঁড়ায়, তার জন্য আমরা এমনভাবে কীর্তনের মধ্য দিয়ে প্রতিবাদ জানাচ্ছি।"

স্থানীয় বাসিন্দা আনন্দ সরকার বলেন, "বর্তমানে আমরা দেখতে পাচ্ছি হিন্দু সনাতনীদের উপর কী ধরনের অত্যাচার চলছে! কয়েকদিন আগে একজনকে যেভাবে বাংলাদেশে মেরে ফেলা হয়েছে, সেটা সত্যিই অমানবিক। এরপর আমাদের সঙ্গেও এমন ঘটনা ঘটবে না তো? আমরা সবাই আতঙ্কে রয়েছি। তাই আমরা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে আবেদন জানাচ্ছি, আপনারা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন, যাতে বিশ্বের সমস্ত হিন্দু সনাতনী শান্তিতে বসবাস করতে পারেন।

 

মিলটন পাল

POST A COMMENT
Advertisement