নদীয়ায় মূর্তি ভাঙার অভিযোগ (ছবি - @amitmalviya)নদিয়ায় রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব। গভীর রাতে প্রায় ৬০-৭০টি দেব-দেবীর মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে শান্তিপুর থানা এলাকার সর্বা নন্দী পাড়ায় একটি লোকনাথ মন্দিরের সামনে এক মৃৎশিল্পীর ওয়ার্কশপে এই তাণ্ডব চালানো হয় বলে দাবি।
সূত্রের খবর, আক্রান্ত জয়ন্ত দাস, একজন মৃৎশিল্পী। গত ৩০ বছর ধরে ওই এলাকায় তিনি দেব-দেবীর প্রতিমা বানানোর কাজ করছেন। কিন্তু বুধবার সকালে ঘুম থেকে উঠে তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়। তিনি দেখেন কমপক্ষে ৬০-৭০টি প্রতিমা কেউ যেন লণ্ডভণ্ড করে ভেঙে দিয়ে গিয়েছেন। এই মূর্তির মধ্যে বেশিরভাগই ছিল মা কালী ও দেবী সরস্বতীর প্রতিমা।
ভাঙচুরের খবর সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভিড় জমান। এমন হীন কাজের চূড়ান্ত নিন্দা শুরু হয়েছে এলাকায়।
মৃৎশিল্পী জয়ন্ত দাসের দাবি, অমিত দাস নামে এক ব্যক্তি আগের দিনই তাঁর ওয়ার্কশপে এসে ঝামেলা করেছি। এমনকী তাঁকে হুমকিও দেয় বলে দাবি। এরপরেই ঘটে এই হামলার ঘটনা।
অন্যদিকে, ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে, ভাঙচুরের ঘটনায় অমিত দাস ও তাঁর ভাই অসিত দাসের যুক্ত থাকারও প্রমাণ মিলেছে। শান্তিপুর পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিজেপি নেতা অমিত মালব্য ঘটনার একাধিক ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মূর্তি ভাঙার ঘটনায় রাজ্য সরকারের উপর আক্রমণ করেছেন তিনি। যদিও এই ছবির সত্যতা অনুসন্ধান করেনি bangla.aajtak.in।