Nabanna Allowance: পুজোর আগে আরও ৩০০০ টাকা ভাতা বাড়াল রাজ্য, কারা পাবেন?

পুজোর আগে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় উপহার নবান্নের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের ভাতা বাড়াচ্ছে নবান্ন। আগে ভাতা ছিল ২ হাজার। এবার থেকে তা বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা। অর্থাৎ তাদের ভাতা একধাক্কায় ৩ হাজার টাকা বাড়ছে। চলতি বছরের ১ অগস্ট থেকে এই নয়া ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Advertisement
 পুজোর আগে আরও ৩০০০ টাকা ভাতা বাড়াল রাজ্য, কারা পাবেন?পুজোর আগেই মিলবে, কারা পাবেন?

পুজোর আগে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় উপহার নবান্নের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে  চুক্তিভিত্তিক গ্রুপ-ডি  কর্মীদের ভাতা বাড়াচ্ছে নবান্ন। আগে ভাতা ছিল ২ হাজার। এবার থেকে তা বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা। অর্থাৎ তাদের ভাতা একধাক্কায় ৩ হাজার টাকা বাড়ছে।  চলতি বছরের ১ অগস্ট থেকে এই নয়া ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

রাজ্যের অর্থ দফতর ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছে। অর্থ দফতরের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ-ডি ক্যাটেগরির পার্ট-টাইম কর্মীরা যাঁরা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন, এবং যাঁদের ভাতা দেওয়া হয় কনটিনজেন্সি খাত থেকে, তাঁদের মাসিক প্রাপ্য এখন থেকে ৫ হাজার টাকা করা হচ্ছে। এর বাইরে অন্য কোনও ভাতা বা ভিন্ন সুবিধা মিলবে না। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে চলতি বছরের ১ অগস্ট থেকে।

 নবান্ন থেকে বিজ্ঞপ্তিটি রাজ্যের সমস্ত দফতর ও অধীনস্থ সংস্থার কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ২০২২ সালের ২৯ নভেম্বর যে শর্তাবলী নির্ধারিত হয়েছিল, তার কোনও পরিবর্তন হয়নি। পুরনো সব নিয়মই চালু থাকবে। শুধুমাত্র মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, সরকারি কলেজ, ব্লক অফিস, বিভিন্ন দফতর ও সংস্থায় এক থেকে দু’বছরের জন্য চুক্তিভিত্তিক পার্ট টাইম গ্রুপ ডি কর্মীদের নিয়োগ করা হয়। দৈনন্দিন প্রশাসনিক কাজ সচল রাখতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন নামমাত্র ভাতায় কাজ করলেও, নতুন সিদ্ধান্তে আর্থিক স্বস্তি মিলবে বলেই মনে করছেন কর্মীরা। প্রসঙ্গত, চলতি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প শ্রমশ্রী-র ঘোষণা করেন। প্রেস কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভিন রাজ্য থেকে ফিরে আসা বাংলার শ্রমিকরা  প্রথম ১ বছর প্রতি মাসে ৫ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা হিসেবে পাবেন। সঙ্গে মিলবে স্বাস্থ্যসাথী কার্ড। কারও পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুদান মিলবে। এছাড়াও ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পেরও সুযোগ দেওয়া হবে তাঁদের।

Advertisement


 

POST A COMMENT
Advertisement