Barricade Theaterআবারও নাটকের শো বন্ধের অভিযোগ নদিয়ায়। এবার আর কল্যাণী নয়, এবার নবদ্বীপে বন্ধ করে দেওয়া হল উৎপল দত্ত রচিত দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত চাকদহ নাট্যজন প্রযোজিত 'ব্যারিকেড'নাটকের শো। জানা গিয়েছে, আগামী ২৩ জানুয়ারি ব্যারিকেড-র শো হওয়ার কথা ছিল নবদ্বীপের রবীন্দ্র ভবনে। এর জন্য পৌরসভার অনুমতি চেয়ে আবেদন জানায় চাকদা নাট্যজন। যদিও অভিযোগ, নবদ্বীপ পৌরসভার এই নাটক করা যাবে না বলে জানিয়ে দিয়েছে। পৌরসভার তরফে উদ্যোক্তাদের জানানো হয়েছে যে অন্য যে কোনও নাটকের শো করা যাবে। খালি ব্যারিকেড নাটকটি করা যাবে না। চাকদা নাট্যজনের সম্পাদক সুমন পাল এ নিয়ে সোশাল মিডিয়ার পোস্ট করেছেন। কেন ব্যারিকেড নাটক উপস্থাপন করা যাবে না? এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি।
এর আগে কল্যাণীর পৌরসভার এক নির্দেশিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তারাও চাকদা নাট্যজনের বুকিং বাতিল করেছিল। ২ নভেম্বর শহিদ মিনারে ডিএ-র দাবিতে আন্দোলনে বসা সরকারি কর্মচারীদের ধর্নামঞ্চে 'জগাখিচুড়ি নামে' একটি নাটক মঞ্চস্থ করেছিল চাকদা নাট্যজন।
তার কয়েক ঘণ্টার মধ্যেই কল্যাণীর ঋত্বিক সদনে চাকদা নাট্যজন-র চারদিনের বুকিং বাতিল করে দেয় তৃণমূল পরিচালিত কল্য়াণী পুরসভা। ২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রেক্ষাগৃহে বুকিং করা ছিল। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে যায়। যদিও কল্যাণী পুরসভার তরফে জানানো হয়েছিল, ওই সময় ওই প্রেক্ষাগৃহে সরকারি অনুষ্ঠান চলবে, তাই বাধ্য হয়ে বুকিং বাতিল করতে হয়েছে।