Tapas Saha: মাথায় গুরুতর আঘাত, কলকাতার হাসপাতালে ভর্তি তেহট্টের TMC বিধায়ক তাপস সাহা

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন তাপস সাহা। ২০২১ সালে তিনি তেহট্ট বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন।

Advertisement
মাথায় গুরুতর আঘাত, কলকাতার হাসপাতালে ভর্তি তেহট্টের TMC বিধায়ক তাপস সাহাতৃণমূল বিধায়ক তাপস সাহা
হাইলাইটস
  • ২০১৬ সাল থেকে বিধায়ক তাপস সাহা।
  • কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। অচেতন হয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তাপস সাহা। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তৃণমূল বিধায়কের অবস্থা আশঙ্কাজনক। মাথার গুরুতর চোট। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাঁর। ব্রেনডেথের আশঙ্কা করছেন চিকিৎসকরা।

সূত্রের খবর, বুধবার সকাল ৮টা নাগাদ ব্রেনস্ট্রোকে আক্রান্ত বিধায়ককে ভর্তি করা তেহট্ট মহকুমা হাসপাতালে। আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আনা হয় কলকাতায়। অ্যাম্বুল্যান্সে আইসিইউ সাপোর্টে কলকাতার বেসরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয় তাঁকে।

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন তাপস সাহা। ২০২১ সালে তিনি তেহট্ট বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। 

২০২২ সালে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তাপস সাহার। অভিযোগ, বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছিলেন তেহট্টের বিধায়ক। ২০১৮ সাল থেকে চাকরি দেওয়ার নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে তাপস সাহার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। ২০২৩ সালে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়।

POST A COMMENT
Advertisement