Suvendu Adhikari: সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে, না হলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে : শুভেন্দু

প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ীর ১০০ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিজেপি নেতারা। সেইসঙ্গে এদিন পালিত হচ্ছে তুলসী পূজন দিবসও। আর এই দুই কর্মসূচি উপলক্ষে নন্দীগ্রামের অশ্বত্থতলা বেদ মন্দিরে সেবাদান কর্মসূচির আয়োজন করেছিলেন এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী। বুধবার সেখান থেকেই মঞ্চে দাঁড়িয়ে ফের সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন বিজেপি নেতা।

Advertisement
সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে, না হলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে : শুভেন্দু'সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে', সুশাসন দিবসে নন্দীগ্রাম থেকে ফের ডাক শুভেন্দুর

প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ীর ১০০ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিজেপি নেতারা। সেইসঙ্গে এদিন পালিত হচ্ছে তুলসী পূজন দিবসও। আর এই দুই কর্মসূচি উপলক্ষে নন্দীগ্রামের অশ্বত্থতলা বেদ মন্দিরে সেবাদান কর্মসূচির আয়োজন করেছিলেন এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী। বুধবার সেখান থেকেই মঞ্চে দাঁড়িয়ে ফের সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন বিজেপি নেতা।

গত অক্টোবরে দশেরার এক অনুষ্ঠানে  বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘু শ্রেণির উপর হামলার তীব্র নিন্দা করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়াকে জোর দিয়ে তিনি  বলেন, "আমরা দুর্বল হয়ে পড়লে অত্যাচারের ঘটনাগুলিকেই আমন্ত্রণ জানানো হবে ৷ আমরা যেখানেই থাকি না কেন, আমাদের সবাইকে এক হতে হবে ৷" সেই প্রসঙ্গ এদিন টেনে আনেন বিধানসভার বিরোধী দলনেতা। আরও একবার বাংলাদেশ প্রসঙ্গে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন শুভেন্দু অধিকারী। 

প্রসঙ্গত এর আগেও বাংলাদেশ প্রসঙ্গে বারবার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে গণতন্ত্রের 'গণহত্যা' হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে এসেছে। এই প্রসঙ্গে  শুভেন্দু আগেই বলেছেন, ''এখনও বাঙালি হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হতে পারেনি। একুশে মমতা আমাকে হারাতে এসেছিলেন, আমি হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলেছিলাম। নন্দীগ্রামে ৬৫% হিন্দুকে ঐক্যবদ্ধ করে মমতাকে হারিয়েছিলাম। রাজ্যে ওয়াকফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন? কেন লাভ জেহাদ, ধর্মান্তরণের বিরুদ্ধে আইন হবে না? হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, এই লড়াই চলবে।'' বাংলাদেশে  হিন্দু নিপীপড় নিয়ে শুভেন্দুর সাফ বক্তব্য, "গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রঙ ভুলে ঐক্যবদ্ধ হওয়া।”
 

POST A COMMENT
Advertisement