শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নামরাজ্যজুড়ে SIR শুরু হতেই বসিরহাট, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহের মতো বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে শুরু হয়েছে জোর তৎপরতা। অনেক বাংলাদেশি নাগরিকই নথি জোগাড় করতে না পেরে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ। অবৈধভাবে বাংলাদেশে পালাতে গিয়ে বিএসএফের হাতে ধরাও পড়ছেন অনেকে। এই পরিস্থিতিতে বসিরহাটের হিঙ্গলগঞ্জে এমন এক পরিবারের হদিশ মিলেছে, যাঁদের জামাই আদতে বাংলাদেশের নাগরিক। কিন্তু বর্তমানে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে হিঙ্গলগঞ্জেই বসবাস করছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ভারতীয় মহিলাকে বিয়ে করার। সেইসঙ্গে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে হিঙ্গলগঞ্জে বসবাস করার ।
অভিযুক্তের নাম রাশিদুল গাজী। জানা গিয়েছে, আনুমানিক ২০১২ সালে অবৈধভাবে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেভাটা থানার রাশিদুল গাজি ভারতে প্রবেশ করে। কাজের সূত্রে সেখান থেকে সোজা চলে যায় তামিলনাড়ুতে। সেখানে গিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধরকাটি এলাকার গফুর আলি গাজীর মেয়ে রুমেশার সঙ্গে পরিচয় হয় রাশিদুলের। তামিলনাড়ুতেই তাদের মধ্যে তৈরি হয় প্রণয়ের সম্পর্ক। তারপর রমেশা রাশিদুল গাজীকে নিয়ে চলে আসে শ্রীধরকাটি এলাকায়। সেখানে দুজনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রাশিদুলের নাম পরিবর্তন করা হয়। তার নাম রাখা হয় আবদূল গাজী। শ্বশুর গফুর আলি গাজীকে বাবা সাজিয়ে এই শ্রীধরকাটি এলাকার পশ্চিমপাড়ার ২০৮ নম্বর বুথে ভোটার লিস্টে ২২ নম্বর সিরিয়ালে তার নাম আছে।
তৎকালীন সিপিআইএম নেতাদের হাত ধরে এই ভোটার কার্ড বানিয়েছলেন বলে দাবি করেন ওই বাংলাদেশি নাগরিক আবদুল গাজী। SIR চালু হতেই এই বাংলাদেশীর হদিস নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকলেই জানেন আবদুল গাজী বাংলাদেশ থেকে এসেছেন। SIR-এর পর যা সিদ্ধান্ত হবে তাই তাঁরা মেনে নেবেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এই প্রসঙ্গে সিপিআইএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে সময় এই আবদূল গাজী ভোটার হয় সেই সময় এই গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূলের দেবেশ মন্ডল। বর্তমানে এই দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক। এই দেবেশ মন্ডলই তাঁকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন। তবে এই প্রসঙ্গে তৎকালীন গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বর্তমানে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। হিঙ্গলগঞ্জের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল্লা গাজির অবশ্য দাবি, যাঁদের কাছে ভারতীয় ভোটার কার্ড-সহ অন্য পরিচয়পত্র অছে তাদের ভারতীয় নাগরিক হিসাবেই গন্য করা উচিত।
রিপোর্টারঃ তপন মণ্ডল