ওড়িশার বালেশ্বর থেকে ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের নিয়ে একটি রিলিফ ট্রেন পৌঁছল হাওড়া স্টেশনে। দুপুর সাড়ে ১২টায় ঢুকছে আরও একটি ট্রেন। দুটি ট্রেন মিলিয়ে কমপক্ষে হাজার দুয়েক যাত্রী রয়েছেন। ট্রেন দুর্ঘটনায় আহত ও অন্য যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে মেডিকেল বুথ করা হয়েছে। সেখানে ডাক্তাররা রয়েছেন। এখান থেকেই অ্যাম্বুলেন্স পরিষেবাও পাওয়া যাবে। উপস্থিত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা করবেন। এছাড়াও প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে। এছাড়াও যাত্রীদের খাবারের প্যাকেট এবং জলের বোতল দেওয়া হবে। দুর্ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা যাত্রীদের সুবিধা পৌঁছে দিতে প্ল্যাটফর্মে মাইকে ঘোষণা করা হচ্ছে।
আট নম্বর প্ল্যাটফর্ম থেকেই প্রয়োজনে হুইল চেয়ার, স্ট্রেচার নেওয়া যাবে। যাত্রীদের সুবিধার জন্য প্ল্য়াটফর্মে উপস্থিত থাকবেন রেলের কর্মচারীরা। তাঁরা প্রয়োজনে সমস্ত ধরনের সহযোগিতা করবেন। বর্ধমান মেন ও কর্ড লাইনের যাত্রীদের লোকাল ট্রেন পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করা হবে। এছাড়াও ক্যাবে ট্যাক্সি বিনামূল্যে ঢোকানো যাবে। এর জন্য কোনও চার্জ দিতে হবে না।
শুক্রবার সন্ধেয় ওড়িশার বালেশ্বর বাহানাগা স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ২৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কমপক্ষে ৯০০ জন আহত হয়েছেন। এনডিআরএফ দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। সকালে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।