Teacher Lost Job: রসায়ন পড়াবেন কে? নদিয়ার এই স্কুলে ১১ জন শিক্ষকের চাকরি গিয়েছে

সুপ্রিম কোর্টের রায়ের জেরে চরম সমস্যার মুখে রাজ্যের স্কুলগুলি ৷ নদিয়ার কালিগঞ্জ থানার পলাশীর মীরা উচ্চ বিদ্যালয়ের ১১ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে ৷ সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির ২০১৬ সালের যে ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে তার মধ্যে এই স্কুলের ১১ জনের চাকরি গিয়েছে। তাঁদের মধ্যে সাতজনই বিজ্ঞান বিভাগের ৷ সবমিলিয়ে এই পরিস্থিতিতে স্কুলটিতে পঠনপাঠন চালিয়ে নিয়ে যাওয়াই প্রধান সমস্যা হিসাবে উঠে এসেছে।

Advertisement
 রসায়ন পড়াবেন কে? নদিয়ার এই স্কুলে ১১ জন শিক্ষকের চাকরি গিয়েছে নদিয়ার এই স্কুলে একসঙ্গে চাকরিহারা ১১ জন

সুপ্রিম কোর্টের রায়ের জেরে চরম সমস্যার মুখে রাজ্যের স্কুলগুলি ৷ নদিয়ার কালিগঞ্জ থানার পলাশীর মীরা উচ্চ বিদ্যালয়ের ১১ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে ৷  সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির ২০১৬ সালের যে ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে তার মধ্যে এই স্কুলের ১১ জনের চাকরি গিয়েছে।  তাঁদের মধ্যে সাতজনই বিজ্ঞান বিভাগের ৷ সবমিলিয়ে এই পরিস্থিতিতে স্কুলটিতে পঠনপাঠন চালিয়ে নিয়ে যাওয়াই প্রধান সমস্যা হিসাবে উঠে এসেছে। 

প্রসঙ্গত, নদিয়ার কালীগঞ্জ থানার পলাশীর মীরা উচ্চ বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ১১ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি। এই ১১ জন শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ৭ জন শিক্ষক ছিলেন বিজ্ঞান বিভাগে।  প্রশ্ন উঠছে, এবার কি বন্ধ হতে চলেছে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ? এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। কীভাবে তিনি বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস করাবেন এটা ভেবেই কার্যত ঘুম উড়ে গিয়েছে তাঁর।

 প্রধান শিক্ষক মানিক কুমার ঘোষের সবথেকে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের রসায়ন নিয়ে। এই রসায়ন বিষয়ের কোনও শিক্ষক বা শিক্ষিকা নেই। রসায়ন বিষয়ের শিক্ষক শিক্ষিকা ছিলেন মাত্র একজনই। সুপ্রিম নির্দেশে চাকরি গিয়েছে তাঁর। এখন কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের নির্দেশের আগে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ছিল ৩৮ জন। এরমধ্যে ১১ জন শিক্ষকের চাকরি  বাতিল হওয়াই শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বর্তমানে ২৭ জনে দাঁড়িয়েছে। ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ১৮০০।

সংবাদদাতাঃ সুরজিৎ দাস
 

POST A COMMENT
Advertisement