Bardhhaman 4 Children Burnt: পানাগড়ে গাড়ির ভিতর আগুন, খেলতে গিয়ে ঝলসে গেল ৪ শিশু

বুধবার দুপুর ৩টে নাগাদ কাঁকসার রাইস মিল রোডে একটি পরিত্যক্ত গাড়ির ভিতরে খেলা করছিল এক শিশুকন্যা এবং তিন নাবালক। আচমকা গাড়িতে আগুন লেগে যায়। ধোঁয়া ও চিৎকার শুনে চলে আসে এলাকাবাসী। গাড়ির ভিতরেই আটকে পড়েছিল ৪ শিশু। 

Advertisement
পানাগড়ে গাড়ির ভিতর আগুন, খেলতে গিয়ে ঝলসে গেল ৪ শিশুবর্ধমানের খবর

পরিত্যক্ত চার চাকা গাড়ির ভিতরে খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল ৪ শিশু। ঘটনাটি পানাগড়ের। পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলার সময় আচমকাই লেগে যায় আগুন। ৪ নাবালক-নাবালিকাই গুরুতর জখম। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানেই তারা চিকিৎসাধীন।

বুধবার দুপুর ৩টে নাগাদ কাঁকসার রাইস মিল রোডে একটি পরিত্যক্ত গাড়ির ভিতরে খেলা করছিল এক শিশুকন্যা এবং তিন নাবালক। আচমকা গাড়িতে আগুন লেগে যায়। ধোঁয়া ও চিৎকার শুনে চলে আসে এলাকাবাসী। গাড়ির ভিতরেই আটকে পড়েছিল ৪ শিশু। 

এলাকাবাসী ছুটে যাওয়ার পর দেখেন আগুনে গুরুতর জখম হয়েছে শিশুরা। তাদের উদ্ধার করে পাঠানো হয় পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। অন্য দু'জনকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ।

POST A COMMENT
Advertisement