Egra: হারিয়েছিল ইস্কনের সাত লক্ষ টাকা, ব্যাগ সমেত উদ্ধার করল পুলিশ

ব্যাগে ছিল সাত লক্ষ টাকা। সেই ব্যাগ হারিয়ে ফেলেছিলেন ইসকনের সন্ন্যাসী। রথযাত্রায় ভক্তদের দানের টাকা ছিল তাতে। তার পর থেকেই ঘুম উড়ে যায় তাঁর। অবশেষে টাকা সমেত ব্যাগ ফিরিয়ে দিল পুলিশ। রবিবার পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা।

Advertisement
হারিয়েছিল ইস্কনের সাত লক্ষ টাকা, ব্যাগ সমেত উদ্ধার করল পুলিশউদ্ধার হওয়া সেই ব্যাগ

ব্যাগে ছিল সাত লক্ষ টাকা। সেই ব্যাগ হারিয়ে ফেলেছিলেন ইসকনের সন্ন্যাসী। রথযাত্রায় ভক্তদের দানের টাকা ছিল তাতে। তার পর থেকেই ঘুম উড়ে যায় তাঁর। অবশেষে টাকা সমেত ব্যাগ ফিরিয়ে দিল পুলিশ। রবিবার পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা।

প্রতি বছরই ধুমধাম করে রথযাত্রা পালন করে ইসকন। এ বারও তার অন্যথা হয়নি। প্রচুর ভক্ত সমাগমও হয়েছিল। দানও করেন তাঁরা। গত ৭ জুলাই সেই দানের টাকা নিয়েই ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন ইসকনের সন্ন্যাসী মহাবীর মধুসূদন দাস। তখনই বিপত্তি বাঁধে। পুলিশ সূত্রে খবর, বাইকে যাওয়ার সময়ে টাকা ভর্তি ব্যাগ রাস্তায় পড়ে যায়। বুঝতে পারেননি মধুসূদন। যখন খেয়াল হয়, মাথায় হাত। সঙ্গে সঙ্গে এগরা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। শুরু হয় তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, গত ৭  জুলাই এগরা শহরে অবস্থিত ইস্কন মন্দিরের এক ভক্ত ব্যাগে করে ৭ লক্ষ টাকা নিয়ে ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। বাইক চড়ে যাওয়ার সময় ব্যাগ ভর্তি ওই টাকা পড়ে যায় রাস্তায়। এরপরেই ইসকন করতৃপক্ষ এগরা থানায় টাকা হারিয়ে যাওয়ার লিখিত অভিযোগ জানায়। 

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁর নেতৃত্বে একটি টিম তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ দেখে ২৪ ঘন্টার মধ্যেই সেই টাকা উদ্ধার করে পুলিশ। টাকার সঙ্গে ছিল একটি চেকবুক। সেটিও উদ্ধার করা হয়। এক ব্যক্তি ওই ভর্তি ব্যাগ টাকা কুড়িয়ে পেয়েছিলেন। তাঁর কাছ থেকে টাকা উদ্ধার করা হয়। সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টি জানিয়েছেন এসডিপিও দেবীদয়াল কুণ্ডু।

এ দিন এসডিপিও দেবীদয়াল কুণ্ডু বলেন, ‘অভিযোগ পাওয়ার পরেই এগরা থানার টিম তদন্ত শুরু করে। এক বাইক আরোহী টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন। বাইকের নম্বর দেখে তাঁকে খুঁজে বের করা হয়। তাঁর কাছ থেকেই উদ্ধার হয় টাকা এবং চেকবুক।’

টাকা হারিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ইসকনের সন্ন্যাসীরা। তবে টাকা ফেরত পেয়ে তাঁরা খুবই খুশি। তৎপরতার সঙ্গে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদও জানাচ্ছেন তাঁরা।

রিপোর্টার - চন্দন সেনাপতি

Advertisement

POST A COMMENT
Advertisement