Nandigram: ফের অশান্ত নন্দীগ্রাম, TMC কর্মীকে পিটিয়ে খুন, অভিযুক্ত BJP

নন্দীগ্রামে এক তৃণমূলকর্মীর খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবনচকের। মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম মহাদেব শ্রীসাই (বিল্লা)। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সম্প্রতি এই নন্দীগ্রামে শ্রীকান্ত মণ্ডল নামে আরও এক তৃণমূল কর্মীকে বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার পর ফের খুন তৃণমূল কর্মী।

Advertisement
ফের অশান্ত নন্দীগ্রাম, TMC কর্মীকে পিটিয়ে খুন, অভিযুক্ত BJPনন্দীগ্রামে ফের TMC কর্মী খুন

নন্দীগ্রামে এক তৃণমূলকর্মীর খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবনচকের। মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম মহাদেব শ্রীসাই (বিল্লা)। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সম্প্রতি এই নন্দীগ্রামে শ্রীকান্ত মণ্ডল নামে আরও এক তৃণমূল কর্মীকে বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার পর ফের খুন তৃণমূল কর্মী।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে বৃন্দাবনচক ২৫৩ নম্বর বুথের সক্রিয় তৃণমূল কর্মী বিল্লাই। সাতেঙ্গা বাড়ি এলাকায় ওই কর্মীর একটি ছোট কাঠের স্টল রয়েছে। অভিযোগ বুধবার রাতে দুষ্কৃতীরা তার দোকানের সামনেই পিটিয়ে খুন করে।  বড়দিনের রাতে দোকান বন্ধ করে ফেরার পথে তাঁকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী বলে অভিযোগ। রাতে বাড়ি  না ফেরায় মহাদেবের খোঁজে বৃহস্পতিবার সকালে দোকানের সামনে যান পরিবারের সদস্যরা। তখন তাঁর রক্তাক্ত দেহ দেখতে পাওয়া যায়।
 
জানা যাচ্ছে, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বৃন্দাবন চকে পিকনিক করছিলেন   নন্দীগ্রামের বিজেপির বেশ কিছু কর্মী  ও স্থানীয় নেতৃত্বের কয়েকজন। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। মহাদেব শ্রীসাইকে  এর আগেও খুনের হুমকি দিয়েছিল বিজেপি, এমন অভিযোগ উঠেছে। এরআগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। তিনি ফিরে আসার পর এই ধরনের ঘটনায় তাঁর  উস্কানি রয়েছে বলে  দাবি তৃণমূল কংগ্রেসের। এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা সাহেব দাস, ভোলানাথ কামিলা, অনুপ মাইতিসহ একাধিক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, সম্প্রতি চলতি মাসে ধারালো অস্ত্র দিয়ে নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল বিজেপির দিকে।

সংবাদদাতা- চন্দন সেনাপতি
 

POST A COMMENT
Advertisement