পুরুলিয়ায় LPG সিলিন্ডারের আড়ালে মদ পাচাররান্নার গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ ভ্যানের আড়ালে নিয়ে যাওয়া হচ্ছিল মদ। গোপন সূত্রে খবর পেয়ে সেই পিকআপ ভ্যান আটকে মদ রাস্তায় ফেলে দিলেন গ্রামের কয়েকশো মহিলা। গ্রামীণ মহিলারা তাদের হাতেনাতে ধরেন ও বোতল ভেঙে ধ্বংস করে দেন। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া জেলার জয়পুর থানার শ্রীরামপুর গ্রামে।
ভ্যানে লুকানো গ্যাস সিলিন্ডারের আড়ালে দেশি মদ পাচার করা হচ্ছিল। বুধবার, জয়পুর থানা এলাকার অন্তর্গত শ্রীরামপুর গ্রামের গ্রামীণ মহিলারা এই চোরাচালান অভিযানকে হাতেনাতে ধরেছেন। এর পরে গ্রামে মিছিল করে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা। যাঁরা গ্রামে মদ বিক্রি করেন বলে অভিযোগ, তাঁদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান মহিলারা।
তদন্তে জানা গেছে যে ভ্যানে প্রচুর পরিমাণে দেশি মদ পাচার করা হচ্ছিল। এর পরে, মহিলারা তীব্র প্রতিবাদ করেন এবং ঘটনাস্থলেই মদের বোতলগুলি ধ্বংস করেন। আন্দোলনকারীরা বলেন, 'গ্রামে নেশা করে পুরুষেরা ঝামেলা করে। এতেই নষ্ট হচ্ছে যুব সমাজ। তাই আজ আমরা এর বিরুদ্ধে অভিযানে নামি। গ্যাস সিলিন্ডারের গাড়িতে মদ আসার খবর পেয়ে গাড়ি আটক করি। ১৩ পেটি মদ নষ্ট করেছি। আমাদের দাবি, গ্রামে মদ বিক্রি বন্ধ করতে হবে। কেউ বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পুলিশের কাছেও জানাব।'
প্রতিবাদকারীদের একজন, মুক্তারা মাহাতো বলেন যে মদ তার পরিবারকে ধ্বংস করছে। তিনি বলেন, 'আমাদের বাড়িতে প্রতিদিন বিশৃঙ্খলা চলছে কারণ আমাদের স্বামীরা মাতাল অবস্থায় বাড়িতে আসে এবং আমাদের গালিগালাজ করে। পারিবারিক বিরোধ বাড়ছে। আমাদের স্বামীরা মাতাল অবস্থায় বাড়িতে আসার পর স্ত্রীদের মারধর করে। আমরা চাই আমাদের এলাকায় মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হোক।' খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবৈধ মদ বহনকারী গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর থেকেই ভ্যানের চালক পলাতক।