scorecardresearch
 

Train Blockade: অশোকনগর স্টেশনে ট্রেন অবরোধ, বনগাঁ লাইনে একাধিক লোকাল থমকে, ঠিক কী হয়েছে?

চরম উত্তেজনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, জগদ্ধাত্রী পুজোর ভাসানের জন্য বনগাঁ মাঝেরহাট লোকাল বারাসাত অবধি যাচ্ছে। কেন ট্রেনের যাত্রা কাটছাঁট করা হয়েছে, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক রেল, এই দাবিতে চলছে অবরোধ। 

Advertisement
অশোকনগর স্টেশনে ট্রেন অবরোধ-- নিজস্ব চিত্র অশোকনগর স্টেশনে ট্রেন অবরোধ-- নিজস্ব চিত্র

কাজের দিনে ফের ট্রেন অবরোধ। লোকাল ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করায় অশোকনগর স্টেশনে অবরোধ শুরু করেছেন বিক্ষুব্ধ যাত্রীরা। যার নির্যাস, বনগাঁ-শিয়ালদা শাখায় একের পর এক ট্রেন দাঁড়িয়ে। চরম উত্তেজনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, জগদ্ধাত্রী পুজোর ভাসানের জন্য বনগাঁ মাঝেরহাট লোকাল বারাসাত অবধি যাচ্ছে। কেন ট্রেনের যাত্রা কাটছাঁট করা হয়েছে, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক রেল, এই দাবিতে চলছে অবরোধ। 

অবরোধকারীদের দাবি, বনগাঁ থেকে মাঝেরহাট লোকাল অধিকাংশ সময়েই মাঝেরহাট পর্যন্ত যাচ্ছে না। বারাসত বা কলকাতা স্টেশনে গিয়ে থেমে যাচ্ছে। সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়েছে অবরোধ। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও অবরোধ চলছে। 

এদিন সাড়ে ৭টা নাগাদ অশোকনগরে মাঝেরহাট লোকাল ঢুকতেই বিক্ষোভ শুরু হয়ে যায়। রেল লাইনে নেমে অবরোধী শুরু করে দেন যাত্রীদের একাংশ। নিত্যযাত্রীদের একাংশ আবার চাইছেন, রেল অবরোধ অবিলম্বে তুলে দেওয়া হোক। সেই নিয়ে বচসাও চলছে দুই পক্ষের। সব মিলিয়ে চরম দুর্ভোগের পরিস্থিতি বনগাঁ-শিয়ালদা লাইনে।

আরও পড়ুন

গত ১৩ নভেম্বরই একই ভাবে হাওড়া-খড়গপুর শাখায় ফুলেশ্বরে ট্রেন অবরোধী করেন যাত্রীরা। এক ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ চলেছিল। পরে রেলের আশ্বাসে অবরোধ ওঠে। যাত্রীদের অভিযোগ ছিল,এই লাইনে প্রতিদিনই ট্রেন লেটে চলে। গত বুধবার সকালে ৩৮১০৬ ডাউন উলুবেড়িয়া-হাওড়া লোকাল ৯টা ৫৯ মিনিটে ফুলেশ্বর স্টেশনে ঢোকার কথা থাকলেও আধ ঘণ্টার বেশি সময় পর ট্রেন ঢোকে। প্রায় ১০টা ৪০ বেজে যায় ট্রেন ঢুকতে। তাতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। শুরু করেন অবরোধ।

Advertisement