Saraswati Puja Weather Update: সরস্বতী পুজোয় চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা, চলতি সপ্তাহেই শীত বিদায়?

পৌষে শহর কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রিতে। কিন্তু মাঘের শীতে সেই ঝাঁজ আর নেই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শহরের পারদ ১৩ ডিগ্রির ঘরে থাকলেও ঠান্ডা আর হাড়কাঁপানো নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আলিপুর হাওয়া অফিসের আপডেট।

Advertisement
সরস্বতী পুজোয় চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা, চলতি সপ্তাহেই শীত বিদায়? সরস্বতী পুজোয় কি তবে গরম? আবহাওয়ার লেটেস্ট আপডেট

পৌষে শহর কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রিতে। কিন্তু মাঘের শীতে সেই ঝাঁজ আর নেই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শহরের পারদ  ১৩ ডিগ্রির ঘরে থাকলেও ঠান্ডা আর হাড়কাঁপানো নেই।  উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আলিপুর হাওয়া অফিসের আপডেট। 

হাওয়া অফিস যা বলছে
পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে থমকে গিয়েছে উত্তুরে হাওয়া। আর উত্তুরে হাওয়ার দাপট কমতেই উধাও হয়েছে  জাঁকিয়ে শীত। সোমবার কাশ্মীরে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। বুধে ফের উত্তর-পশ্চিম ভারতে আরেকটি ঝঞ্ঝা প্রবেশের কথা। এরফলে আগামী  ৩ দিনে ৩ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ। বুধবারের মধ্যে রাতের তাপমাত্রাও প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৩ জানুয়ারি সরস্বতী পুজো থেকেই দিনের বেলা টের পাওয়া যাবে উষ্ণতা। প্রজাতন্ত্র দিবস থেকে রাতে বা ভোরে মনোরম শীতের আমেজও গায়েব হতে পারে। ফলে এ বছর সরস্বতী পুজোয় শীত উপভোগের সুযোগ খুবই কম।

দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতি
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের  সব জেলাতেই দিনে দিনে গরম বাড়বে। আবহাওয়া অফিসের জানিয়েছে আগামী দুইদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। তারপর ধীরে ধীরে শীত বিদায় নেবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই আজ থেকে তাপমাত্রা বাড়বে।  পশ্চিমের জেলাগুলিতে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে আজ থেকে। তবে এখনও কিছুদিন শীত অনুভূত হবে। পুরোপুরি শীত বিদায় নিতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। কুয়াশা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। সকালের দিকে কুয়াশা বেশি থাকবে।

Advertisement

উত্তরবঙ্গে শীত নিয়ে পূর্বাভাস
আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তরবঙ্গে এখনও বেশ ভালই ঠান্ডা রয়েছে। দার্জিলিং সহ পাহাড়ের অধিকাংশ জায়গাতেই অনুভূত হচ্ছে কনকনে শীত। তবে ডুয়ার্স থেকে শুরু করে উত্তরবঙ্গের নীচের অংশে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। 

কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। গতকালের পর আজ সোমবারও তাপমাত্রা কিছুটা বেড়েছে শহরের। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে পূর্বাভাস হাওয়া অফিসের। 

POST A COMMENT
Advertisement