বঙ্গোপসাগরে ঘনিয়েছে নিম্নচাপ। যার প্রভাবে সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। গত দেড় মাসে এটি ১৩ নম্বর নিম্নচাপ বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে এই মাসের শেষেই বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। বলাই যায় পুজো প্রায় দরজায় কড়া নাড়ছে। পুজোর কটা দিনও কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায়? চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার আপডেট।
হাওয়া অফিস যা বলছে-
সারা দেশেই সেপ্টেম্বর মাসে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, জানিয়ে দিয়েছে ভারতের মৌসম ভবন। গড়ে ১০৯ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে দেশ জুড়ে। তাহলে পুজোর দিনগুলিতে কি মণ্ডপে মণ্ডপে ঘুরে আনন্দ চেটেপুটে নেওয়ার বাসনায় জল ঢালতে পারে বৃষ্টি? যদিও পুজোর বৃষ্টি নিয়ে এখনই নিশ্চিত করে কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। এ বছর মহালয়া ২১ সেপ্টেম্বর। তার পর ২৮ তারিখ মহাষষ্ঠীতে বোধন দিয়ে পুজো শুরু। বিজয়া দশমী ৩ অক্টোবর। মহালয়া কিংবা পুজোর মধ্যে কবে কতটা বৃষ্টি হতে পারে, তা নিয়ে বিশেষ বুলেটিন পরে প্রকাশ করা হবে। তবে পুজোয় বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দুর্গাপুজো এবার বর্ষার মধ্যেই
এ বছরের দুর্গাপুজোর সময়সূচি তুলনামূলক এগিয়ে এসেছে। বর্ষা পুরোপুরি বিদায় নেওয়ার আগেই পুজো শুরু হয়ে যাবে। তাই বলাই যায় দুর্গাপুজো এবার বর্ষার মধ্যেই, তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ষা বিদায় নেয় বাংলা থেকে। এবার দুর্গোপুজো সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে। সে ক্ষেত্রে বর্ষার স্বাভাবিক বৃষ্টি চলতে পারে পুজোর দিনগুলিতেও।
মৌসম ভবনের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সেপ্টেম্বর মাসব্যাপী ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু, দুর্গাপুজোর সময় বৃষ্টি হবে কিনা, তা জানতে গেলে অপেক্ষা করতে হবে মহালয়া পর্যন্ত। এ বছর নিম্নচাপের প্রবণতা অনেক বেশি। সেপ্টেম্বর মাস ব্যাপী স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। সাধারণভাবে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তর-পশ্চিম ভারত থেকে সরে যেতে শুরু করে ১৫ সেপ্টেম্বর থেকে, আর ১৫ অক্টোবরের মধ্যে ভারতের মূল ভূখণ্ড থেকে বিদায় নেয়। ২০২৪ সালে বর্ষার বিদায়পর্ব ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হয়েছিল। কলকাতা যেহেতু পূর্ব ভারতের একেবারে দক্ষিণ পশ্চিমে, তাই এখানে বর্ষার বিদায় সাধারণত একটু দেরিতেই হয়। আনুষ্ঠানিক ভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ১০ অক্টোবরের আশপাশে বর্ষা বিদায় হয়ে থেকে। এই বছর যেহেতু পুজো অনেকটাই এগিয়ে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। ফলে অতীতের বর্ষার গ্রাফ থেকে সহজেই অনুমেয় যে পুজোয় বৃষ্টি হবে বা সম্ভাবনা রয়েছে। তবে সাধারণত সেপ্টেম্বর মাসের ২০ তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ হতে শুরু করে দক্ষিণবঙ্গে । চলতি বছরেও পূর্বের বছরগুলোর মতোই পরিস্থিতি থাকার সম্ভাবনা। অর্থাৎ বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে।