Shah Rukh Khan Traitor: 'শাহরুখের সিনেমা এখন কেউ দেখে না,' BJP-র অর্জুনও বললেন 'গদ্দার'

'মমতার সঙ্গে শাহরুখের ভাল সম্পর্ক রয়েছে। শুধু শাহরুখ নয়, মমতাও একজন গদ্দার।' বাংলাদেশি মিডিয়াম পেস বোলার মুস্তাফিজুর রহমানকে KKR নেওয়ার জন্য এভাবেই শাহরুখ খান এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করলেন বিজেপি নেতা অর্জুন সিং।

Advertisement
'শাহরুখের সিনেমা এখন কেউ দেখে না,' BJP-র অর্জুনও বললেন 'গদ্দার'শাহরুখ খান
হাইলাইটস
  • মমতার সঙ্গে শাহরুখের ভাল সম্পর্ক রয়েছে
  • শুধু শাহরুখ নয়, মমতাও একজন গদ্দার
  • শাহরুখ খান এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করলেন বিজেপি নেতা অর্জুন সিং

'মমতার সঙ্গে শাহরুখের ভাল সম্পর্ক রয়েছে। শুধু শাহরুখ নয়, মমতাও একজন গদ্দার।' বাংলাদেশি মিডিয়াম পেস বোলার মুস্তাফিজুর রহমানকে KKR নেওয়ার জন্য এভাবেই শাহরুখ খান এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করলেন বিজেপি নেতা অর্জুন সিং।

তিনি আজ বলেন, 'আমি সঙ্গীত সোমকে অভিনন্দন জানাই যে তিনি এই কথাটা বলেছেন। তাঁর কথা একদমই ঠিক। একটা সময় খান ভাইদের, এমনকী শাহরুখ খানকেও দাউদ ইব্রাহিম কন্ট্রোল করত।'

প্রসঙ্গত, আইপিএল-এর মিনি অকশনে মুস্তাফিজুরকে কিনে নেয় কেকেআর। তারপরই শুরু বিতর্কের। বিজেপি নেতা সঙ্গীত সোম সরাসরি শাহরুখকে গদ্দার বলে দেন। আর সেই নেতারই পাশে দাঁড়ালেন অর্জুন সিং।

যদিও মাথায় রাখতে হবে ইতিমধ্যেই BCCI জানিয়ে দিয়েছে যে মুস্তাফিজুরের IPL খেলায় কোনও বাধা নেই। সরকার এমন কোনও নীতি আনেনি যাতে তাঁকে খেলতে দেওয়া যাবে না। তবে এরই মাঝে শুরু হয়ে যায় বিতর্ক। 

শাহরুখের সিনেমা কেউ দেখে না

শাহরুখকে আক্রমণ করতে গিয়ে আরও একধাপ এগিয়ে যান অর্জুন। তিনি বলেন, 'শাহরুখের ছবি কেউ দেখে না। তাই একটা আইপিএল দল কিনেছে। কেউ আইপিএল দিল কিনলে আমাদের আপত্তির কিছু নেই। ভারতীয় নাগরিক হিসেবে আপনি কিনতেই পারেন।'

শাহরুখের সঙ্গে ISIS যোগ?

সরাসরি না বললেও শাহরুখ প্রসঙ্গে ISIS নিয়ে কথা তোলেন তিনি। অর্জুন বলেন, 'একজন ভারতীয় নাগরিক যদি ISIS সাপোর্ট করে, যদি রোহিঙ্গাদের যোগ থাকে বা যেই সকল বাংলাদেশি মুসলমানরা হিন্দুদের আক্রমণ করছে, লুট করছে, মহিলাদের সম্মানহানী করছে তাদের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে তারা গদ্দার। আর এটা সত্যি যে গদ্দার এই ধরনের মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব গড়ে তোলে।'

একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে

মুস্তাফিজুর প্রসঙ্গে শাহরুখের পাশাপাশি মমতাকেও আক্রমণ করেন তিনি। তাঁর কথায়, 'শাহরুখের সঙ্গে মমতার ভাল সম্পর্ক রয়েছে। কেকেআর নামটাও মমতা বন্দ্যোপাধ্যায়েরই বেছে দেওয়া। শাহরুখ পশ্চিমবঙ্গে কোনও অনুষ্ঠান করলেই সেটাকে মমতা সরকার ফ্রি করে দেয়। ইডেনের সব কনট্র্যাক্ট দেওয়া হয়েছে মুসলিম কনট্র্যাক্টরদের। হিন্দু কনট্র্যাক্টরদের সুযোগ দেওয়া হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখ খানকেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিলেন। কেন হিন্দুরা মার খাচ্ছে, অত্যাচিরত হচ্ছে, আগুনে পুড়ছে, এটা বেআইনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও গদ্দারের মতোই কাজ করছেন। ভোট ব্যাঙ্কের জন্য তিনি মুসলিমদের সাহায্যে পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশের অংশ করতে চাইছেন। তাই শাহরুখের সঙ্গে তাঁকেও গদ্দার বলা যায়।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement