আপনার এলাকার BLO  পরিচয় থেকে ফোন নম্বরআজ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে SIR। এদিন থেকেই বাড়ি বাড়ি যাবেন BLO-রা। তাদের সঙ্গেই থাকবে যাবতীয় নথিপত্র। BLO-রা ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিরতণ করবেন। গত ২৭ অক্টোবর ঘোষণা হয় SIR৷ আর ওইদিন মধ্যরাতে ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা লক বা ফ্রিজ করে দেয় জাতীয় নির্বাচন কমিশন ৷ বর্তমান খসড়া ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাঁদের বাড়িতেই এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন BLO-রা ৷
একজন BLO (প্রত্যেক BLO-র কাছে নির্বাচন কমিশনের দেওয়ার পরিচয়পত্র থাকবে) যখন একজন ভোটারের বাড়ি যাবেন, তখন BLO সেই ভোটারকে দু’টি এনুমারেশন ফর্ম দেবেন ৷ তার মধ্যে একটি ফর্ম সই করে ফিরিয়ে দিতে হবে BLO-কে ৷ সেটি জমা করা হবে ৷ আর একটি ভোটার নিজের কাছে রেখে দেবেন ৷
আপনার এলাকার BLO-র নাম জানবেন কী করে?
বিএলওদের নাম, মোবাইল নম্বর সব বুথে লিখে দেওয়া হবে। এছাড়াও সিইও বা জেলাশাসকের ওয়েবসাইটে গেলে জানা যাবে বিএলও’র নাম ও মোবাইল নম্বর। স্থানীয়ভাবে প্রচার হবে আপনার অর্থাৎ ওই অঞ্চলের বিএলও কে হচ্ছেন। 
এভাবে চিনে নিন আপনার BLO কে
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথমে ECINET অ্যাপ বা voters.eci.gov.in-এ গিয়ে 'Connect With Election Officials' বা 'Book A Call With BLO' অপশনে ক্লিক করে ভোটার আইডি নম্বর সাবমিট করতে হবে। এরপরই আপনার এলাকার BLO-র নাম, ফোন নম্বর ভেসে উঠবে ডিজিটাল স্ক্রিনে। 
ভোটার যদি বাড়ি না-থাকেন
যদি কোনও ভোটার বাড়িতে না-থাকেন, তবে সে ক্ষেত্রে BLO লেটার বক্সে বা দরজার নিচ দিয়ে বা জানালার ফাঁক দিয়ে এনুমারেশন ফর্মটি বাড়িতে দিয়ে যাবেন ৷ পরে আরেকবার সেই ভোটারের বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে হবে BLO-কে ৷ উল্লেখ্য, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় ভোটারকে কোনও নথি দেখাতে বা জমা দিতে হবে না ৷ সর্বাধিক তিনবার BLO একটি বাড়িতে যাবেন প্রয়োজন অনুযায়ী ৷
তিনবারেও যদি ভোটারের সঙ্গে দেখা না-হয় BLO-র
এনুমারেশন ফেজের সময় একজন BLO সর্বাধিক তিনবার একজন ভোটারের বাড়িতে যাবেন ৷ তবে, এই তিনবারের মধ্যে যদি একবারও BLO-র সঙ্গে ভোটারের দেখা না-হয়, সেক্ষেত্রে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ারও সুযোগ রয়েছে ৷ সেই অনলাইনে জমা হওয়া ফর্মটিও BLO যাচাই করবেন ৷