Know Your BLO: ফর্ম দিতে কোন BLO আপনার বাড়ি যাচ্ছেন? আগে থেকে জানার পদ্ধতি রইল

আজ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে SIR। এদিন থেকেই বাড়ি বাড়ি যাবেন BLO-রা। তাদের সঙ্গেই থাকবে যাবতীয় নথিপত্র। BLO-রা ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিরতণ করবেন। গত ২৭ অক্টোবর ঘোষণা হয় SIR৷ আর ওইদিন মধ্যরাতে ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা লক বা ফ্রিজ করে দেয় জাতীয় নির্বাচন কমিশন ৷ বর্তমান খসড়া ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাঁদের বাড়িতেই এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন BLO-রা ৷

Advertisement
ফর্ম দিতে কোন BLO আপনার বাড়ি যাচ্ছেন? আগে থেকে জানার পদ্ধতি রইলআপনার এলাকার BLO পরিচয় থেকে ফোন নম্বর

আজ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে  SIR। এদিন থেকেই বাড়ি বাড়ি যাবেন BLO-রা। তাদের সঙ্গেই থাকবে যাবতীয় নথিপত্র। BLO-রা ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিরতণ করবেন। গত ২৭ অক্টোবর ঘোষণা হয় SIR৷ আর ওইদিন মধ্যরাতে ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা লক বা ফ্রিজ করে দেয় জাতীয় নির্বাচন কমিশন ৷ বর্তমান খসড়া ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাঁদের বাড়িতেই এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন BLO-রা ৷

একজন BLO (প্রত্যেক BLO-র কাছে নির্বাচন কমিশনের দেওয়ার পরিচয়পত্র থাকবে) যখন একজন ভোটারের বাড়ি যাবেন, তখন BLO সেই ভোটারকে দু’টি এনুমারেশন ফর্ম দেবেন ৷ তার মধ্যে একটি ফর্ম সই করে ফিরিয়ে দিতে হবে BLO-কে ৷ সেটি জমা করা হবে ৷ আর একটি ভোটার নিজের কাছে রেখে দেবেন ৷

আপনার এলাকার BLO-র নাম জানবেন কী করে?
বিএলওদের নাম, মোবাইল নম্বর সব বুথে লিখে দেওয়া হবে। এছাড়াও সিইও বা জেলাশাসকের ওয়েবসাইটে গেলে জানা যাবে বিএলও’র নাম ও মোবাইল নম্বর। স্থানীয়ভাবে প্রচার হবে আপনার অর্থাৎ ওই অঞ্চলের বিএলও কে হচ্ছেন। 

এভাবে চিনে নিন আপনার BLO কে
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথমে ECINET অ্যাপ বা voters.eci.gov.in-এ গিয়ে 'Connect With Election Officials' বা 'Book A Call With BLO' অপশনে ক্লিক করে ভোটার আইডি নম্বর সাবমিট করতে হবে। এরপরই আপনার এলাকার BLO-র নাম, ফোন নম্বর ভেসে উঠবে ডিজিটাল স্ক্রিনে। 

ভোটার যদি বাড়ি না-থাকেন
যদি কোনও ভোটার বাড়িতে না-থাকেন, তবে সে ক্ষেত্রে BLO লেটার বক্সে বা দরজার নিচ দিয়ে বা জানালার ফাঁক দিয়ে এনুমারেশন ফর্মটি বাড়িতে দিয়ে যাবেন ৷ পরে আরেকবার সেই ভোটারের বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে হবে BLO-কে ৷ উল্লেখ্য, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় ভোটারকে কোনও নথি দেখাতে বা জমা দিতে হবে না ৷ সর্বাধিক তিনবার BLO একটি বাড়িতে যাবেন প্রয়োজন অনুযায়ী ৷

Advertisement

তিনবারেও যদি ভোটারের সঙ্গে দেখা না-হয় BLO-র
এনুমারেশন ফেজের সময় একজন BLO সর্বাধিক তিনবার একজন ভোটারের বাড়িতে যাবেন ৷ তবে, এই তিনবারের মধ্যে যদি একবারও BLO-র সঙ্গে ভোটারের দেখা না-হয়, সেক্ষেত্রে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ারও সুযোগ রয়েছে ৷ সেই অনলাইনে জমা হওয়া ফর্মটিও BLO যাচাই করবেন ৷

POST A COMMENT
Advertisement