Weather Winter Forecast: সিকিমে টানা তুষারপাত, পারদ পতন বাংলাতেও; শীত কবে থেকে পড়বে?

যেদিকে দু’চোখ যাচ্ছে শুধুই শুভ্র পর্বতের সারি৷ তুষারে ঢেকেছে সিকিম। পাহাড়ি অঞ্চল জুড়ে শুরু হয়েছে মরসুমি তুষারপাত। বরফে মোড়া এই পাহাড়ের টান সামলানো মুশকিল পর্যটকদের কাছে। ইতিমধ্যেই বহু পর্যটক ছাঙ্গু, নাথুলা ও লাচুংমুখী হচ্ছেন তুষারপাত উপভোগ করতে। সিকিমের পাহাড়ে জমে উঠেছে শীতকালীন পর্যটনের আমেজ।

Advertisement
 সিকিমে টানা তুষারপাত, পারদ পতন বাংলাতেও; শীত কবে থেকে পড়বে? নতুন সপ্তাহেই কমতে শুরু করবে রাজ্যের তাপমাত্রা

নভেম্বরের শুরুতেই সিকিমে শীতের আগমনের বার্তা। ছাঙ্গু , নাথুলা ও লাচুং ঢেকেছে বরফের সাদা চাদরে। তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। গত ৩ দিন থেকে উত্তর সিকিমে তুষারপাত চলছে।  আজও উত্তর সিকিমে তুষারপাত হচ্ছে। এবার জিরো পয়েন্টে যা সিকিমের শেষ পর্যটন গন্তব্য (চীন সীমান্ত)। গতকাল পর্যন্ত লাচুং এবং চুনথাং-এ তুষারপাত চলছিল, আজ সকালে জিরো পয়েন্টেও তুষারপাত শুরু হয়েছে। সকাল থেকে এই অঞ্চলে তুষারপাত শুরু হয় এবং এখন লাচুং, চুনথাং এবং জিরো পয়েন্টের মতো পুরো এলাকা সাদা চাদরে ঢাকা। 

যেদিকে দু’চোখ যাচ্ছে শুধুই শুভ্র পর্বতের সারি৷ তুষারে ঢেকেছে সিকিম। পাহাড়ি অঞ্চল জুড়ে  শুরু হয়েছে মরসুমি তুষারপাত।  বরফে মোড়া এই পাহাড়ের টান সামলানো মুশকিল পর্যটকদের কাছে। ইতিমধ্যেই বহু পর্যটক ছাঙ্গু, নাথুলা ও লাচুংমুখী হচ্ছেন তুষারপাত উপভোগ করতে। সিকিমের পাহাড়ে জমে উঠেছে শীতকালীন পর্যটনের আমেজ।

তবে নভেম্বরে শীতের আমেজ বাংলায় তেমন বোঝা যাবে না বলেই আভাস দিচ্ছে হাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে ভিজছে রাজ্য। আপাতত মঙ্গলবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। রবিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট। 

বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ
স্থলভাগে ঢোকার পর থেকেই ধীরে ধীরে শক্তিক্ষয় হয়ে গিয়েছে মন্থার। তবে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত ইতিমধ্য়েই নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর বলছে আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমারের উপকূলের দিকে এটি এগোতে থাকবে। এরফলে সপ্তাহের মাঝামাঝি উপকূলবর্তী জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ ফের বাড়বে বলে পূর্বাভাস। অন্যদিকে, উত্তরবঙ্গে কাল থেকে একটানা শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

শীত নিয়ে পূর্বাভাস
নভেম্বরের শুরুতেই শীতপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। এবার ধীরে ধীরে পারাপতন দেখা যাবে গোটা বাংলাতেই। আবহাওয়া দফতর বলছে, আগামী দুই থেকে তিন দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে রাজ্যে তাপমাত্রা। তবে পুরোপুরি শীতের জন্যে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষাই করতে হবে।

Advertisement

কোন জেলায় কেমন আবহাওয়া?
 রবি-সোম-মঙ্গলবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম। আজ রবিবারের মধ্যে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত মিলেছে। আগামী ৫ ও ৬ নভেম্বর উপকূল এলাকায় তাই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকলেও বুধ ও বৃহস্পতিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে। তুলনামূলভাবে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেড়ে যেতে পারে উত্তর ও দক্ষিণ উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুক্রবারও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়।  

উত্তরবঙ্গের পরিস্থিতি
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশও পরিষ্কার থাকবে।

কলকাতার আবহাওয়া

কলকাতাতেও আপাত আংশিক মেঘলা আকাশেরই দেখা মিলবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। সোমবার থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। পরিষ্কার থাকবে আকাশ। বুধবার ও বৃহস্পতিবারে ফের বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৭৮ থেকে ৯০ শতাংশের মধ্যে। 

POST A COMMENT
Advertisement