জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম, হাতে হেঁটে মোদীর সভায় ভাষণ শুনতে এলেন হাসান আলি

হিন্দিতে একটি জনপ্রিয় কবিতা রয়েছে, যার প্রথম দু লাইনে বলা আছে, - "লেহেরোসে ডরকার নৌকা পার নাহি হোতি, কৌশিশ কারনে ওয়ালোকি হার নাহি হোতি।" এই কবিতার লাইনের সঙ্গে যেন মিলে গেল একটি ছোট্ট ছেলেটির অদম্য ইচ্ছা। ১৭ জানুয়ারি শনিবার মালদার জনসভায় হাজির ছিল এই ছোট্ট ছেলেটি। এখানে বলা হচ্ছে হাসান আলির কথা। যার বয়স মাত্র ১৯।

Advertisement
জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম, হাতে হেঁটে মোদীর সভায় ভাষণ শুনতে এলেন হাসান আলিহাতে হেঁটে মোদীর সভায় ভাষণ শুনতে এলেন হাসান আলি
হাইলাইটস
  • শনিবার মালদার জনসভায় হাজির ছিল এই ছোট্ট ছেলেটি।
  • এখানে বলা হচ্ছে হাসান আলির কথা। যার বয়স মাত্র ১৯।
  • দু'পায়ে সে হাঁটতে পারে না। বরং কার্যত হাতে ভর দিয়েই হাঁটে সে।

হিন্দিতে একটি জনপ্রিয় কবিতা রয়েছে, যার প্রথম দু লাইনে বলা আছে, - "লেহেরোসে ডরকার নৌকা পার নাহি হোতি, কৌশিশ কারনে ওয়ালোকি হার নাহি হোতি।" এই কবিতার লাইনের সঙ্গে যেন মিলে গেল একটি ছোট্ট ছেলেটির অদম্য ইচ্ছা। ১৭ জানুয়ারি শনিবার  মালদার জনসভায় হাজির ছিল এই ছোট্ট ছেলেটি। এখানে বলা হচ্ছে হাসান আলির কথা। যার বয়স মাত্র ১৯।

নাম শুনেই বোঝা যাচ্ছে, হাসান মুসলিম পরিবারের সন্তান। কিন্তু আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক নয়। জন্ম থেকেই সে বিশেষ ভাবে সক্ষম। দু'পায়ে সে হাঁটতে পারে না। বরং কার্যত হাতে ভর দিয়েই হাঁটে সে। 

আর সেই হাতের উপর ভর করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে সভাস্থলে পৌঁছে যায় হাসান। আর সেখানেই সে নজরে আসে আজতক বাংলার ক্যামেরায়।  আজতক বাংলার প্রশ্নের উত্তরে হাসান বলেন, মোথাবাড়ি থেকে টোটোতে করে সে এখানে এসেছে। শুধুমাত্র মোদীকে দেখতেই সে এতটা রাস্তা পার করে এসেছে। যা দেখে অভিভূত সভায় আসা অনেক বিজেপি কর্মী সমর্থকেরাও। 

উল্লেখ্য, শনিবার মালদায় সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে সরকারি অনুষ্ঠান ও পরে জনসভা করেন নমো। সেই জনসভা থেকে তৃণমূল সরকারকে বাংলা থেকে বিদায় দেওয়ার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী।

 

POST A COMMENT
Advertisement