SIR-এর প্রতিবাদে পথ অবরোধ, ইলামবাজারে যানজট

SIR হিয়ারিং এর নামে সাধারণ মানুষ কে হেনস্থা করার প্রতিবাদে পথে নেমেছেন ইলামবাজার ব্লকের সাধারণ মানুষ। ঘুড়িষা বাসস্ট্যান্ড স্কুল মোড়ে জমায়েত করে পথঅবোরধ করেন তাঁরা। দীর্ঘক্ষণ সৃষ্টি হয় যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ আসে ।

Advertisement
SIR-এর প্রতিবাদে পথ অবরোধ, ইলামবাজারে যানজটইলামবাজারে যানজট

SIR হিয়ারিং এর নামে সাধারণ মানুষ কে হেনস্থা  করার প্রতিবাদে পথে নেমেছেন ইলামবাজার ব্লকের সাধারণ মানুষ। ঘুড়িষা বাসস্ট্যান্ড স্কুল মোড়ে জমায়েত করে পথঅবোরধ করেন তাঁরা। দীর্ঘক্ষণ সৃষ্টি হয় যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ আসে ।

 বিক্ষোভ কারীদের দাবি, যে প্রথম খসড়া তালিকায় নাম ছিল,তা সত্ত্বেও হিয়ারিং এর নোটিস কেন। তাদের আবার কেউ কেউ মন্তব্য করেছেন পাকিস্তানি- বাংলাদেশি যারা আছে তারা বেরিয়ে যাক, কিন্তু যারা ১৯৪১ সাল থেকে এদেশে রয়েছে তাদেরকে এমন ভাবে হেনস্থা কেন করা হচ্ছে। একজন বিক্ষোভকারীর বক্তব্য যে তাঁর বাবার ৪টে ছেলে আছে,কিন্তু নির্বাচন কমিশন বলছে ৬ ছেলেমেয়ে। তাহলে তাঁর বাবার চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে তো। ক্ষুব্ধ বিক্ষোভকারী তীব্র কটাক্ষ করেছে নির্বাচন কমিশনকে। বিক্ষোভকারীদের মধ্যে থেকে উঠেছে আওয়াজ 'SIR' মানতে বাধ্য নন তাঁরা। 

অবরোধ ওঠাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ। পরে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়। তিনি জানান, কোনও সমস্যা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যানচলাচল যাতে স্বাভাবিক হয় সেজন্য তিনি নিজে ঘটনাস্থলে থেকে তদারকি করেছেন।

রিপোর্টারঃ শান্তনু হাজরা
 

POST A COMMENT
Advertisement