Suvendu Adhikari on TATA Group: TATA-র বিনিয়োগ বাংলায়, BJP ক্ষমতায় এলে, শুভেন্দুর ফের প্রতিশ্রুতি, কিন্তু 'সিঙ্গুর' চ্যাপ্টার ক্লোজড?

আগামী বছর বিধানসভা ভোট। সবপক্ষই এখন থেকে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এসবের মাঝেই বড় দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক বললেন, ২০২৬ সালে বিজেপি বিধানসভা ভোটে জিতলে রাজ্যে বিনিয়োগের জন্য টাটা গ্রুপকে ফিরিয়ে আনা হবে।

Advertisement
 TATA-র বিনিয়োগ বাংলায়, BJP ক্ষমতায় এলে, শুভেন্দুর ফের প্রতিশ্রুতি, কিন্তু 'সিঙ্গুর' চ্যাপ্টার ক্লোজড? 'BJP ক্ষমতায় আসলেই রাজ্যে TATA-র বড় বিনিয়োগ', প্রতিশ্রুতি শুভেন্দুর

আগামী বছর বিধানসভা ভোট। সবপক্ষই এখন থেকে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এসবের মাঝেই বড় দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক বললেন, ২০২৬ সালে বিজেপি বিধানসভা ভোটে জিতলে রাজ্যে বিনিয়োগের জন্য টাটা গ্রুপকে ফিরিয়ে আনা হবে। 

 SIR নিয়ে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে  মিথ্য়াচারের অভিযোগ তুলে রবিবার বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। শুভেন্দু বলেন, সিঙ্গুরে টাটা গ্রুপের অটোমোবাইল প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করার  সময়, রতন টাটা বলেছিলেন যে  'বাংলা ছেড়ে যাওয়ার জন্য প্রতীকিভাবে তাঁর মাথায় একটি ট্রিগার লাগানো হয়েছিল। টাটা বলেছিলেন যে তিনি 'খারাপ এম' ছেড়ে 'ভালো এম'-এ যাচ্ছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে খারাপ এবং ভালো এম হিসাবে ইঙ্গিত করেছিলেন।'

২০০৮ সালের অক্টোবরে টাটা মোটরসের সিঙ্গুর ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, 'আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে, টাটা বাংলায় বড় অঙ্কের বিনিয়োগ করবে এবং এত অনৈতিকভাবে তাদের চলে যেতে হবে না।' সেইসঙ্গে শুভেন্দু যোগ করেন, 'আমরা স্বচ্ছভাবে ওএমআর শিটের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করব। কোনও ঘুষ এবং দুর্নীতিগ্রস্ত মধ্যস্থতাকারী থাকবে না। রাজ্য ৮ লক্ষ কোটি টাকার ঋণে জর্জরিত, ২.১৫ কোটি বেকার, ৬০ লক্ষ অভিবাসী শ্রমিক। এই সব অতীতের কথা হয়ে যাবে এবং বাংলা অর্থনৈতিক অগ্রগতির দ্রুত পথে এগিয়ে যাবে।' 

তবে রাজ্যে টাটাকে ফেরানোর প্রতিশ্রুতি দিলেও সিঙ্গুরে ফেরান হবে কিনা তা নিয়ে কিছু বলেননি শুভেন্দু অধিকারী। এর আগে অবশ্য বিজেপির একাধিক নেতা সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনা নিয়ে মুখ খুলেছিলেন।  অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্য করার জন্য তৃণমূল কংগ্রেস SIR-এর বিরোধিতা করছে বলেও রবিবার অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। বলেন, 'SIR-এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস কর্তৃক অবৈধভাবে ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ড দেওয়া সমস্ত বাংলাদেশী এবং মায়ানমারের মুসলিমদের সনাক্ত করা হবে, আটক করা হবে এবং নির্বাসিত করা হবে।'
 

Advertisement

POST A COMMENT
Advertisement