দক্ষিণ কলকাতা ল কলেজের ছাত্রী নিগ্রহের ঘটনায় তোলপাড় রাজ্য। আর এরমাঝেই চাঞ্চল্যকর খবর এল সন্দেশখালি থেকে। ১৪ বছরের নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে তার বান্ধবীর বাবার বিরুদ্ধে। সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা নাবালিকা বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে যাতে নাবালিকা পরিবারের কাছে মুখ না খোলে, তার জন্য প্রাণনাশেরও হুমকি দেওয়া হত বলে অভিযোগ। দিনের পর দিন অত্যাচারে, অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। শেষমেশ বিষয়টি প্রকাশ্যে এল।
বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ওই নাবালিকা। বিষয়টি জানাজানি হতেই পলাতক অভিযুক্ত। জানা গিয়েছে, কিশোরী মামার বাড়িতে থাকে। তার মা ও বাবা কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন। রবিবার এলাকারই একটি নির্জন জায়গায় কিশোরীর ওপর অত্যাচার করছিল বান্ধবীর বাবা। সেই সময় গ্রামের কয়েকজন মহিলা ওই এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন। নাবালিকার আর্তনাদ শুনতে পান তাঁরা। ছুটে গিয়ে তাঁরা কিশোরীকে উদ্ধার করেন। সে সময় সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। এরপর ওই কিশোরীকে নিয়ে হাসপাতালে যান এলাকার মানুষ ও পরিবারের লোকজন। হাসপাতালে ওই কিশোরীর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
ঘটনার বিবরণ জানিয়ে ন্যাজাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি আগেও বেশ কয়েক বার এই রকম ঘটনা ঘটিয়েছেন। কিন্তু প্রতি বারই নাবালিকাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হত। অভিযুক্ত ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ। ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন পুরকাইত জানান, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ছবি ও পরিচয় বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দেন তিনি। স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্ত ব্যক্তি আইএসএফ-এর সমর্থক।