বাড়ল কলকাতার পারদ
গত শুক্রবারও ১৪ ডিগ্রিতে নেমেছিল কলকাতার পারদ। কিন্তু তারপর থেকেই ফের বাড়ছে তাপমাত্রা। সোমবার সপ্তাহের প্রথম দিন কলকাতার তাপমাত্রা পৌঁছে গেল ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। এই পরিস্থিতিতে মৌসম ভবন জানিয়েছে, উত্তর–পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার জন্যই ঠান্ডা ও শুকনো বাতাসের প্রবাহ সাময়িক ভাবে থমকে গিয়েছে। তার ফলেই মধ্য ও পূর্ব ভারতের রাতের তাপমাত্রা আর কমছে না। এর পাশাপাশি দিনের বেলা সম্পূর্ণ বিপরীত দিক অর্থাৎ দক্ষিণ–পূর্ব দিক থেকে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস। উত্তুরে হাওয়ার ক্ষীণ স্রোত ওই পুবালি বাতাসকে আটকাতে পারছে না। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে শীতের আমেজ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। আজ থেকে শুরু হওয়া সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? পারদ কি নামবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।
এই সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস
আবহবিদরা জানাচ্ছেন, সামনের কয়েকদিন আবহাওয়ার এমনই অবস্থা চলবে। ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি কাটলে তবেই নতুন করে পারদ পতন হতে শুরু করবে দক্ষিণবঙ্গ। তবে শীতের আমেজে ছেদ পড়ছে না রাজ্যে। অন্ততঃ ২১ ডিসেম্বর পর্যন্ত রাতে ভোরে শীতের পরশ থাকবে। দিনের বেলায় আপাতত আর খুব আহামরি শীতের অনুভূতি থাকছে না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে আফগানিস্থানের হিমশীতল হাওয়ার যোগানে কিছুটা ভাঁটার কারণে কোনরকম সিস্টেম এবং বাধা না থাকলেও রাজ্যে পারদের সামান্য উত্থান হয়েছে। তবে ১৯ তারিখের আগে পরে ফের দেশে প্রভাব বাড়বে উত্তুরে কনকনে ঠাণ্ডা হাওয়ার। ফলে সামান্য বেড়ে যাওয়া তাপমাত্রা ফের নেমে স্বাভাবিকের ঘরে নামতে পারে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা?
পশ্চিমের জেলাগুলিতে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিনে পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ সংলগ্ন এলাকায়।
উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
উত্তরবঙ্গ জুড়ে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরের প্রায় সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও ২০০ মিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কালিম্পংয়ের চেয়ে বেশি ঠান্ডা থাকবে কোচবিহার, আলিপুরদুয়ারে। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। ৯ ডিগ্রির ঘরে কোচবিহার, আলিপুরদুয়ারের পারদ। জলপাইগুড়ির তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আগামী পাঁচ থেকে সাত দিন ১৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যেই থাকবে কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার খুব উল্লেখযোগ্য কোনো তারতম্য হবে না আগামী কয়েকদিনে। ভোরে হালকা কুয়াশা থাকবে। বেলায় পরিষ্কার আকাশ। মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে শহরে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।