Bhangor Unrest: এবার ভাঙড় উত্তপ্ত, ব্যারিকেড ভাঙার চেষ্টা-অবস্থান বিক্ষোভ-পুলিশের লাঠিচার্জ

ওয়াকফ আইনের প্রতিবাদ কর্মসূচি ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। সোমবার ওয়াকফ আইনের প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল আইএসএফ। কিন্তু কলকাতায় আসার আগেই তাদের আটকে দেয় পুলিশ। এই নিয়েই ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement
এবার ভাঙড় উত্তপ্ত, ব্যারিকেড ভাঙার চেষ্টা-অবস্থান বিক্ষোভ-পুলিশের লাঠিচার্জওয়াকফ আইনের প্রতিবাদে এবার উত্তপ্ত ভাঙড়


ওয়াকফ আইনের প্রতিবাদ কর্মসূচি ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। সোমবার ওয়াকফ আইনের প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল আইএসএফ। কিন্তু কলকাতায় আসার আগেই তাদের আটকে দেয় পুলিশ। এই নিয়েই ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, এদিন রামলীলা ময়দান অভিযান  নেমেছিলেন আন্দোলনকারীরা। ওয়াকফ আইনের প্রতিবাদেই সেখানে ছিল কর্মসূচি। কিন্তু তার আগেই বিক্ষোভকারীদের রুখে দেয় পুলিশ। চাপিয়ে দেয় ব্যারিকেড। আর তাতেই চড়ে উত্তেজনা। ব্যারিকেড ভাঙার চেষ্টা চালান বিক্ষোভকারীরা। এদিন  পুলিশ ওয়াকফ (সংশোধনী) বিলের প্রতিবাদে শিয়ালদার  রামলীলা ময়দানে যাওয়ার পথে ভাঙড়, মিনাখাঁ, এবং সন্দেশখালি থেকে আগত সাধারণ মানুষ ও আইএসএফ (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) কর্মীদের গাড়ি আটকে দেয়। এই ঘটনার পর বাসন্তী হাইওয়েতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আইএসএফ কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। উত্তেজনা চলাকালীন একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াকফ (সংশোধনী) বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সন্দেশখালি, মিনাখাঁ, এবং ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও আইএসএফ কর্মীরা শিয়ালদার রামলীলা ময়দানে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। কিন্তু বৈরামপুরে পুলিশ তাঁদের গাড়ি আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইএসএফ কর্মীরা অভিযোগ করেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দিচ্ছে। এর প্রতিবাদে তাঁরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এদিকে পুলিশের দাবি, রামলীলা ময়দানে যে ওয়াকফ নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে, সেই প্রসঙ্গে আগে থেকে থানায় কোনও অনুমতিপত্র জমা দেওয়া হয়নি। এদিন প্রশাসনিক অনুমোদন ছাড়াই সন্দেশখালি, মিনাখাঁ, ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা ময়দানের দিকে আসতে শুরু করেন। তখনই তাদের বাসন্তী হাইওয়েতে রুখে দেয় পুলিশ।
 

POST A COMMENT
Advertisement