ফের ভিনরাজ্যে গিয়ে মৃত মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, কলকাতায় আনা হচ্ছে দেহ

ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার তিন পরিযায়ী শ্রমিকের। এই তিন শ্রমিকই আবার মুর্শিদাবাদের বাসিন্দা। মৃতেরা হলেন ওবাইদুর রহমান, নাজিবুল হক ও শাহিদুল মোমিন।

Advertisement
ফের ভিনরাজ্যে গিয়ে মৃত মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, কলকাতায় আনা হচ্ছে দেহফের ভিনরাজ্যে গিয়ে মৃত মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক
হাইলাইটস
  • ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার তিন পরিযায়ী শ্রমিকের। এই তিন শ্রমিকই আবার মুর্শিদাবাদের বাসিন্দা
  • চেন্নাইতে নির্মাণকাজ চলাকালীন সময়েই মাটি ধসে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
  • মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার তিন পরিযায়ী শ্রমিকের। এই তিন শ্রমিকই আবার মুর্শিদাবাদের বাসিন্দা। মৃতেরা হলেন ওবাইদুর রহমান, নাজিবুল হক ও শাহিদুল মোমিন। শনিবার বিকেলে চেন্নাইতে নির্মাণকাজ চলাকালীন সময়েই মাটি ধসে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

চেন্নাই পুলিশ সূত্রে খবর, কুনুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে জগথাল্লির কাছে একটি কনস্ট্রাকশন সাইটে খাড়া ঢালের নীচে তিন শ্রমিক একটি গর্ত খুঁড়ছিলেন। কিন্তু, তাঁদের কাজের মধ্যেই তখন মাটির ঢাল ধসে স্তুপাকৃতি ধ্বংসাবশেষ ও কাদা তাদের উপর পড়ে। তিনজনেই কাদা ও ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে যায়।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই অন্য শ্রমিক ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার মৃত্যুর পর রবিবার ওই তিন শ্রমিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ইতিমধ্যেই সেখান থেকে মুর্শিদাবাদে মৃতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, 'কুন্নুরের ঠিকাদার ওই তিন জনের মৃতদেহ কলকাতা বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেবেন। এর পরে কলকাতা থেকে মৃতদেহ বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করা হবে।'

মৃত্যুর খবর মুর্শিদাবাদে আসতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে   সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও ঘটনায় পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে ফের বড় প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মনে।

 

POST A COMMENT
Advertisement