Barasat TMC Inner Clash: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার বারাসতে গোল বেধেছে শাসকশিবিরে। তৃণমূল ছাত্র পরিষদের যুব নেতার হাতেই আক্রান্ত শাসকদলের বর্ষীয়ান নেতা বলে অভিযোগ। বারাসত পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড বাদু এলাকায় ক্লাবের ঝামেলা মেটাতে গিয়ে বিপত্তি।
তৃণমূল ছাত্র পরিষদের যুবনেতার হাতে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান ওয়ার্ড সভাপতি রামপ্রসাদ মিত্র। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
ঘটনাটা কী ঘটেছে?
গতকাল এলাকার রাস্তা খারাপের সমাধান বিষয়ে স্থানীয় ক্লাবে মিটিং ডাকা হয়। বহুতল নির্মাণের জন্য রাস্তার ধারে দীর্ঘদিন ধরে ইমারতের মাল ফেলে রাখা হয়। ফলে বেশিরভাগ সময়েই যাতায়াতের অসুবিধা হয়। একইসঙ্গে রাস্তার বেহাল দশা হয়েছে। এর সমাধান সূত্র বের করতে গিয়েই বাধে যত বিপত্তি। কথাকাটাকাটি দিয়ে শুরু হয়। এবং এরপর সেই কথা কাটাকাটি ক্রমেই ধাক্কা ধাক্কির পর্যায়ে পৌঁছে যায়।
তৃণমূল ছাত্র পরিষদের যুব নেতা আসাদুল মন্ডল ও তার বাহিনীর হাতে দীর্ঘদিনের পোড় খাওয়া বর্ষিয়ান তৃণমূল নেতা রামপ্রসাদ মিত্র কে আক্রান্ত হতে হল। গুরুতর জখম রামপ্রসাদ বাবু আশঙ্কাজনক অবস্থায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ আসাদুল মন্ডল কে গ্রেফতার করছে।
প্রতিবেদন- দীপক দেবনাথ