Anubrata Mondal : বীরভূমে ফের 'স্বমহিমায়' অনুব্রত, মমতার সফরের পরই পদোন্নতি কেষ্টর

তৃণমূলে ফের পদোন্নতি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের। সোমবার বীরভূমের কোর কমিটির সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই অনুব্রতকে কনভেনার করা হয়, সূত্রের খবর এমনটাই।

Advertisement
বীরভূমে ফের 'স্বমহিমায়' অনুব্রত, মমতার সফরের পরই পদোন্নতি কেষ্টর Anubrata Mondal
হাইলাইটস
  • তৃণমূলে ফের পদোন্নতি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের
  • সোমবার বীরভূমের কোর কমিটির সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলে ফের পদোন্নতি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের। সোমবার বীরভূমের কোর কমিটির সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই অনুব্রতকে কনভেনার করা হয়, সূত্রের খবর এমনটাই। রাজনৈতিক মহলের একাংশের মতে, ছাব্বিশে বিধানসভা ভোট। সেদিকে নজর রেখেই বীরভূমের সংগঠনকে মজবুত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এর আগে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল। তবে মে মাসে সেই পদের অবলুপ্তি ঘটানো হয়। জেলায় গড়ে তোলা হয় কোর কমিটি। তার সাধারণ সদস্য করা হয় অনুব্রতকে। তিহাড়় জেল থেকে ছাড়া পাওয়ার পর অনুব্রতকে আর ততটা গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল, সেজন্যই তাঁকে সভাপতি রাখা হয়নি, এমনটাই মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আবার সম্প্রতি বোলপুরের আইসি-কে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগও ওঠে অনুব্রতর বিরুদ্ধে। তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। তবে তারপরও কেষ্টকে কোর কমিটির কনভেনার করা হয়েছে বলে সূত্রের খবর। 

পূর্ব ঘোষণা মতো রবিবারই বীরভূম সফলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। কোর কমিটির সদস্যদের সঙ্গেও বসেন। আলাদাভাবে বৈঠক হয় অনুব্রতর সঙ্গেও। তারপর সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে অতিথিদের তালিকায় এক নম্বরে অনুব্রতর নাম দেখা যায়। তারপর জানা যায়, কনভেনার করা হয়েছে কেষ্টকে। 

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোর কমিটির বৈঠক চলাকালীন এক সদস্য অনুব্রতকে কনভেনার করার প্রস্তাব দেন। তাতে সম্মতি দেন বাকিরা। তারপরই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই নিয়ে মুখ খোলেননি কোর কমিটির বাকি সদস্যরা বা অনুব্রত নিজেও। এখনও আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির চেয়ারম্যান পদে বহাল রয়েছেন। 

POST A COMMENT
Advertisement