Anubrata Mondal on SIR: 'ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার ক্ষমতা নেই', SIR নিয়ে হুঙ্কার অনুব্রতর

রাজ্যজুড়ে যখন তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী চলছে, তখন অন্যদিকে SIR চালু করা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে SIR নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল।

Advertisement
'ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার ক্ষমতা নেই', SIR নিয়ে হুঙ্কার অনুব্রতরলাভপুরে বিজয়া সম্মিলনী থেকে হুঙ্কার অনুব্রতর

রাজ্যজুড়ে যখন তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী চলছে, তখন অন্যদিকে SIR চালু করা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে SIR নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত,  আর কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা ভোট, বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুধু শুরুর অপেক্ষা ৷ রাজ্যে ভোটার তালিকা বিশেষ সংশোধনের প্রস্তুতির কাজ চলছে জোর কদমে ৷ পাশাপাশি চলছে রাজনৈতিক নেতাদের হুমকি, পাল্টা হুমকি হুঁশিয়ারি ৷ লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিজয়া সম্মিলনী সভা থেকে অনুব্রত বললেন,'কারোর কথায় কান দেবেন না। কারোর ক্ষমতা নেই ভোটার বাদ দেওয়ার। আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা বাংলাদেশ থেকে আসিনি। বিজেপি সরকারের কোনও ক্ষমতা নেই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার।' 

বক্তৃতা দেওয়ার সময় ভোটার তালিকা সংশোধন নিয়ে বীরভূম তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল বলেন, 'কারও হিম্মত নেই পশ্চিমবঙ্গের মানুষ ও মুরারই-এর মানুষকে বাংলাদেশ পাঠাতে পারবে ৷ মনে রাখবেন, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।'

বীরভূমে দুর্গাপুজোর পর প্রতিটি ব্লকে কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলন করছেন অনুব্রত মণ্ডল ৷ শনিবার  বীরভূম মুরারই ১ নং ব্লকের পশুরহাট মাঠে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলন ৷ উপস্থিত ছিলেন, সাংসদ শতাব্দী রায়, বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির কনভেনর অনুব্রত মণ্ডল-সহ জেলা নেতৃত্ব ৷

রিপোর্টারঃ শান্তনু হাজরা

POST A COMMENT
Advertisement