দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে? তা নিয়ে জল্পনার শেষ নেই। এরই মধ্যে সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া। মেদিনীপুরেরই প্রাক্তন সাংসদ দিলীপের প্রতি তাঁর পরামর্শ, ‘দিলীপদাকে বলব একটু ভাবনা চিন্তা করুন ৷’ ২০১৯ সালে মেদিনীপুরেরই সাংসদ নির্বাচিত হন দিলীপ ঘোষ ৷ এর পর পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি ৷ কিন্তু তৃণমূলের কীর্তি আজাদের কাছে পরাজিত হন দিলীপ ঘোষ।
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করার পর থেকেই তাঁর দল বদলের জল্পনা আরও জোরাল হয় ৷ রাজ্য বিজেপি নেতৃত্বকেও নিশানা করতে থাকেন দিলীপ ৷ তিনি নিজেই ২১ জুলাই বড় কিছু ঘটবে বলে জল্পনা উস্কে দেন। শমীক ভট্টাচার্য বিজেপি-র নতুন রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষকে সক্রিয় করতে উদ্যোগী হন। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ছিলেন না দিলীপ। তাঁকে দিল্লিতে ডেকে পাঠান বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শনিবার দিল্লি থেকে ফেরেন দিলীপ। তারপর থেকেই দিলীপ অনুগামীদের মধ্যে মনমরা অবস্থা। এর মাঝেই রাজনৈতিক মহলে নানা জল্পনা। সেই জল্পনা উস্কে দিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। কেশিয়াড়িতে একটি কর্মসুচিতে এসে জুন মালিয়া বলেন, 'কয়েকদিন ধরে দিলীপ দা-র সঙ্গে যা হচ্ছে তা খুবই খারাপ ৷ প্রধানমন্ত্রীর সভাতেও ডাকা হল না ৷ তারপরেও নাড্ডা জিও দেখা করলেন না ৷ এবার দিলীপ দা-কে বলব বিষয়টা একটু ভাবুন।
দিল্লি থেকে কলকাতায় ফিরে দিলীপ ঘোষ বলেন, 'প্রেসিডেন্ট যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কী করা যাবে? আমি গেলাম। গল্প করলাম। সংগঠনের বিষয়ে অনেক কথা হল। ২৬ এর ভোট, সংগঠন, প্রস্তুতি, সব নিয়ে কথা হল। উনি বললেন, রাজ্যে গিয়ে জোরদার কাজ করুন।' সে তো হল, কিন্তু কোনও পদ পেলেন কী? জবাবে দিলীপ ঘোষ বলেন, 'দায়িত্ব এখনই কী করে দেবে? বৈঠক তো গুরুত্বপূর্ণ ছিল। সর্বভারতীয় সভাপতি ডেকেছেন মানেই তো গুরুত্বপূর্ণ।'
২০২৪ সালের লোকসভা ভোটে মেদিনীপুর আসন থেকে তৃণমূল প্রার্থী হন জুন মালিয়া। অন্যদিকে সে বছরই নিজের জেলা আসন মেদিনীপুর ছেড়ে দিলীপ ঘোষকে লড়তে হয় বর্ধমান-দুর্গাপুর আসন থেকে। শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকের কাছে হেরে যান দিলীপ ঘোষ। সেই সময় নিজে প্রার্থী হয়ে জুন বলেছিলেন, দিলীপদা বিপরীতে প্রার্থী হলে লড়াইটা আরও জমত। এমনিতেই দিলীপ ঘোষের সম্পর্কে তিনি যে শ্রদ্ধাশীল তা বারবারই বলেছেন জুন। দিলীপ ঘোষকে দাদার মতোই দেখেন বলেও জানিয়েছিলেন। এবার ২১ জুলাইয়ের আগে দিলীপদাকে একটু ভেবে দেখার বার্তা দিলেন মেদিনীপুরের সাংসদ। এখন দিলীপ ঘোষ কী করেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
রিপোর্টার: শাহজাহান আলি