বিধানসভা ভোটের এখন বেশ কিছুটা দেরি। এর মধ্যেই শুরু হয়ে গেল রাজনৈতিক চাপানউতোর। ঘটনাস্থল ক্যানিং পূর্ব বিধানসভার সারেঙ্গাবাদ এলাকা। নাম না করে নওশাদ সিদ্দিকি ও আব্বাস সিদ্দিকিকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোদাল দিয়ে মারের হুমকি দিলেন ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত মোক্তার শেখ।
ভোটের আগে কোদালের বাঁট কাটুন, বহিরাগতরা ভোট চাইতে আসলে কোদালের বাঁট দিয়ে ঝাড়ুন। পিছন ফিরে পালাবে। প্রকাশ্য সভা মঞ্চ থেকে এই মন্তব্য করছেন শাসকদলের একজন নেতা। ঘটনাস্থল ক্যানিং পূর্ব বিধানসভার সারেঙ্গাবাদ এলাকা। একটি কর্মিসভা থেকে এমনই মন্তব্য করেছেন স্থানীয় তৃণমূল নেতা মোক্তার শেখ। মোক্তার শেখ আবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ। নেতা যখন এমন বক্তব্য রাখছেন তখন পাশে বসে রয়েছেন বিধায়ক শওকত মোল্লা।
বহিরাগত অর্থে নওশাদ সিদ্দিকি ও আব্বাস সিদ্দিকিকে লক্ষ্য করেই যে বলেছেন মোক্তার শেখ তা তাঁর বক্তব্যে স্পষ্ট। শুক্রবার, ১২ সেপ্টেম্বর ক্যানিং পূর্ব বিধানসভার সারেঙ্গাবাদ এলাকায় একটি কর্মিসভা করে তৃণমূল কংগ্রেস। যেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা,মোক্তার শেখ -সহ অন্যরা।
বিধায়কের বক্তব্যের আগে বক্তব্য রাখেন মোক্তার শেখ। আর সেখানে আব্বাস নওশাদকে কটাক্ষ করার পাশাপাশি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন,ভোট আর কয়েকমাস বাকি। সকলে প্রস্তুত হন। আপনারাই ভোট করাবেন। ছোট ছোট কোদালের বাঁট কাটুন। বহিরাগতরা যারা ভোট চাইতে আসবে তাঁদের দুই এক ঘা করে ঝাড়ুন। শাসকদলের একজন নেতার মুখে বিধায়কের উপস্থিতিতে প্রকাশ্যে এই ধরনের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। যদিও মোক্তার শেখের এই বক্তব্য নিয়ে বিধায়ক শওকত মোল্লার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।