Humayun Kabir: 'মুর্শিদাবাদের মানুষ সোজা ব্যাটে খেলতে ভালবাসে,' ২ জঙ্গি গ্রেফতারে তাত্‍পর্যপূর্ণ মন্তব্য TMC-র হুমায়ুনের

মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে জঙ্গি কার্যকলাপে যুক্ত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসার উল বাংলাটিমের সদস্য বলে জানা যাচ্ছে। আর এর মাঝেই ফের নিজের করা মন্তব্য নিয়ে আলোচনার কেন্দ্রে ন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দাবি, মুর্শিদাবাদের কোনও জঙ্গি যোগ নেই। আগামী দিনেও থাকবে না। মুর্শিদাবাদের মানুষ সোজা ব্যাটে খেলতে ভালোবাসে।

Advertisement
 'মুর্শিদাবাদের মানুষ সোজা ব্যাটে খেলতে ভালবাসে,' ২ জঙ্গি গ্রেফতারে তাত্‍পর্যপূর্ণ মন্তব্য TMC-র হুমায়ুনের'মুর্শিদাবাদের কোনও জঙ্গি যোগ নেই', হরিহরপাড়ায় ২ ব্যক্তির গ্রেফতারির পর দাবি হুমায়ুনের

মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে জঙ্গি কার্যকলাপে যুক্ত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসার উল বাংলাটিমের সদস্য বলে জানা যাচ্ছে। আর এর মাঝেই ফের নিজের করা মন্তব্য নিয়ে আলোচনার কেন্দ্রে ন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দাবি, মুর্শিদাবাদের কোনও জঙ্গি যোগ নেই। আগামী দিনেও থাকবে না। মুর্শিদাবাদের মানুষ সোজা ব্যাটে খেলতে ভালোবাসে। 

প্রসঙ্গত, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলা টিমের সঙ্গে যোগের সন্দেহে মুর্শিদাবাদ থেকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। ধৃতদের নাম মিনারুল শেখ ও মহম্মদ আব্বাস আলি। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যজুড়ে। আর শুধু তাই নয়, ধৃতদের আরও কোনও সঙ্গী জেলায় তথা এরাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছে কি না, সেই বিষয়েও ইতিমধ্যেই খোঁজখবর নিতে শুরু করে দিয়েছেন তদন্তকারীরা। ৃ

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সদস্য সন্দেহে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে মিনারুল শেখ ও মহম্মদ আব্বাস আলিকে। একইসঙ্গে অসম থেকে আরও ৫ জন ও কেরল থেকে আরও ১ জনকে জালে তোলা হয়েছে। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গুরুতর তথ্যও এসেছে তদন্তকারীদের হাতে। এই বিষয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানান, ধৃতদের উদ্দেশ্য ছিল সংগঠনের জন্য অস্ত্র যোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা। এছাড় চিকেনস নেকে নাশকতামূল কার্যকলাপ চালানোও এদের উদ্দেশ্য ছিল বলে জানান এজিডি দক্ষিণবঙ্গ।  মুর্শিদাবাদ থেকে যে দুজনকে  গ্রেফতার হয় তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬  জিবি পেনড্রাইভ, মোবাইল, বেশকিছু নথি, ইসলামিক বই। সূত্রের খবর, আর সেই বইগুলো ABT প্রধান জসীমউদ্দীনের লেখা। যা ভারত বিরোধী। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে একজন একটি মাদ্রাসা চালাত বলেও জানা গিয়েছে। 

এবার সেই বিষয়েই মুখ খুলে নতুন করে চর্চায় চলে এসেছেন তৃণমূল সাংসদ  হুমায়ুন কবীর । উল্লেখ্য এর আগেও নিজের বিভিন্ন মন্তব্যের মধ্যে দিয়ে বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছেন তিনি। এমনকী কখনও কখনও নিশানা করেছেন নিজের দল তৃণমূল কংগ্রেসেরই শীর্ষ নেতৃত্বের একাংশকে। যার জেরে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকুনিও খেতে হয়েছে তাঁকে। এমনকী প্রকাশ্যে মুখ খুলতেও তাঁকে নিষেধ করেন দলনেত্রী। যদিও তাতে যে হুমায়ুনের স্বভাবে খুব একটা পরিবর্তন আসেনি, তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেজ্ঞদের একাংশ।

Advertisement

রিপোর্টার-গোপাল ঠাকুর

POST A COMMENT
Advertisement