দোলের দিন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত বীরভূমে সাঁইথিয়া। শুক্রবার বিকেলে বীরভূমের দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারি শুরু হয়ে যায়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। শুক্রবার রাত থেকে সাঁইথিয়া শহরের বহু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দোলের দিন মত্ত অবস্থায় দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া, পরে মারামারি হয়। লাঠি, বাঁশ নিয়ে এক গোষ্ঠীর লোকজন অপর গোষ্ঠীর লোকজনকে মারে। ছোড়া হয় ইট-পাথরও।
পরিস্থিতির অবনতি দেখে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পাঠানো হয়। ২০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। গুজব ও ভুয়ো খবর যাতে ছড়িয়ে না পরে তার জন্য সাঁইথিয়া শহর, পাঁচটি গ্রাম পঞ্চায়েত ও আশপাশের এলাকায় ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। ১৭ মার্চ (সোমবার) পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তার জন্য বিভিন্ন গ্রামে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকলেও ভয়েস কল বা এসএমএসের ওপর কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। সংবাদপত্রের ওপরও কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। সাঁইথিয়া, হাতোরা গ্রাম পঞ্চায়েত, মাঠপালাসা গ্রাম পঞ্চায়েত, হরিসারা গ্রাম পঞ্চায়েত, দরিয়াপুর গ্রাম পঞ্চায়েত এবং ফুলুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।